Home /News /entertainment /
Urfi Javed: হাসপাতালে ভর্তি উরফি জাভেদ! শরীরের যত্ন না নিতে নিতে অবস্থার অবনতি

Urfi Javed: হাসপাতালে ভর্তি উরফি জাভেদ! শরীরের যত্ন না নিতে নিতে অবস্থার অবনতি

রোজ নতুন নতুন কায়দার পোশাক পরার জন্য বিখ্যাত মডেল এ বার সাদামাঠা কাপড় পরে রয়েছেন। গোলাপি টি শার্ট পরা উরফির চুল বাঁধা আলুথালু ভাবে। চাদর রয়েছে গায়ের উপর। গলায় ঝুলছে মাস্ক।

 • Share this:

  #মুম্বই: অসুস্থ উরফি জাভেদ। শরীরের অবনতি হতে শুরু করলে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই মনে হচ্ছে কারণ হাসপাতাল বিছানায় বসে নিজেই ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে।

  ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে বিছানায় বসে রয়েছেন মডেল-অভিনেত্রী। পাশে স্যালাইনের বোতল ঝোলানো। বিছানায় বসে হাসপাতালের দেওয়া খাবার খাচ্ছেন উরফি। দু'তিনটি বাটি থেকে চামচ দিয়ে খাবার তুলতে তুলতে মুখ বেঁকিয়ে রেখেছেন তিনি।

  এ কথা স্পষ্ট যে হাসপাতালের পাতলা ঝোল, ডাল মুখে রুচছে না নায়িকার। কিন্তু উপায় নেই খেতে যে হবেই।

  আরও পড়ুন: আগুন ভিডিও! এবার সমস্ত সীমা পরিসীমা পার উর্ফি জাভেদের, না পোশাক-না অন্তর্বাস, ন্যুড শরীরে শুধুই গোলাপের পাপড়ি

  ছবির উপরে লেখা, 'এখানে থাকাকালীন এ সব অনেক বেশি করে খেতে হচ্ছে। শরীরের যত্ন না নিতে নিতে এই অবস্থা হয়েছে।'

  আরও পড়ুন: শরীরে জড়িয়ে সুতো, নাকে নথ! হাত দিয়ে স্তন ঢাকলেন উর্ফি! প্রকাশ পেল ভিডিও

  রোজ নতুন নতুন কায়দার পোশাক পরার জন্য বিখ্যাত মডেল এ বার সাদামাঠা কাপড় পরে রয়েছেন। গোলাপি টি শার্ট পরা উরফির চুল বাঁধা আলুথালু ভাবে। চাদর রয়েছে গায়ের উপর। গলায় ঝুলছে মাস্ক।

  অসুস্থতার জন্যই একেবারে নতুন রূপে উরফি। যদিও অসুস্থ হওয়ার কারণ কী, তা স্পষ্ট হয়নি।

  Published by:Teesta Barman
  First published:

  Tags: Urfi javed

  পরবর্তী খবর