#কলকাতা: সবে মাত্র শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। আর অন্য দিকে শুরু হয়ে গিয়েছে ৫১ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।এইবারের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া দেখানো হচ্ছে দুটি বাংলা ছবি। একদিকে রয়েছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' আর অন্যদিকে রয়েছে 'অভিযাত্রিক'। ইতিমধ্যেই শুভ্রজিৎ মিত্রের পরিচালিত 'অভিযাত্রিক' কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দুদিন দেখানও হয়েছে। সকলে বেশ পছন্দ করেছেন এই ছবি।অন্যদিকে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের প্রথম ছবি রিলিজ করেছিল গত বছর মার্চ মাসে। হলে আসা মাত্রই ছবিটি নিয়ে বেশ আলোড়ন পরে গেলেও বেশি দিন দেখানো সম্ভব হয়েনি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে বন্ধ রাখতে হয় এই ছবির প্রদর্শন। পরে অবশ্য গত বছর পুজোতে রি-রিলিজ করা হয় এই ছবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tollywood