হোম /খবর /বিনোদন /
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় টলিউডের দুই ছবি

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় টলিউডের দুই ছবি

সবে মাত্র শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। আর অন্য দিকে শুরু হয়ে গিয়েছে ৫১ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।

  • Share this:

#কলকাতা: সবে মাত্র শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। আর অন্য দিকে শুরু হয়ে গিয়েছে ৫১ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।এইবারের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া  দেখানো হচ্ছে দুটি বাংলা ছবি। একদিকে রয়েছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' আর অন্যদিকে রয়েছে 'অভিযাত্রিক'। ইতিমধ্যেই শুভ্রজিৎ মিত্রের পরিচালিত 'অভিযাত্রিক' কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দুদিন দেখানও হয়েছে। সকলে বেশ পছন্দ করেছেন এই ছবি।অন্যদিকে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের প্রথম ছবি রিলিজ করেছিল গত বছর মার্চ মাসে। হলে আসা মাত্রই ছবিটি নিয়ে বেশ আলোড়ন পরে গেলেও বেশি দিন দেখানো সম্ভব হয়েনি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে বন্ধ রাখতে হয় এই ছবির প্রদর্শন। পরে অবশ্য গত বছর পুজোতে রি-রিলিজ করা হয় এই ছবি।মহিলা পুরোহিতের গল্প তুলে ধরা হয়েছে অরিত্র মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'তে। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী ও সোহম।অন্য দিকে 'অভিযাত্রিক' তৈরি হয়েছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস অপরাজিত'র শেষ ১৫০ পাতায় যে গল্প তার থেকে।অপু আর তার ছেলে কাজলের যে বন্ড এই ছবিতে তুলে ধরা হয়েছে তা সত্যি মনে ধরবে দর্শকদের।ছবিতে অপুর চরিত্রে অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দিতিপ্রিয়া রায়। সত্যজির রায়ের অপু ট্রিলজির আগের তিনটি ছবি সাদা কালোয় যেমন দেখে এসেছেন দর্শক সেই এসেন্স বজায় রাখার জন্য এই ছবিটিও সাদা কালোতে বানিয়েছেন পরিচালক।এবারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বেশ অনেক গুলো বাংলা ছবিই ছিল যার মধ্যে থেকে এই দুটি ছবিকেই বেছে নেওয়া হয়। ১৩ টি ছবির মধ্যে 'আমি ও অপু', 'দম', 'গুলদাস্তা', 'অনন্ত','ধুলো বালি কথা', 'পরিচয়', 'তিতলি', 'গোত্র', 'লক্ষী ছেলে', 'সীলমোহর'এর মতন ছবিও ছিল।

Published by:Akash Misra
First published:

Tags: Tollywood