#মুম্বই:গোটা বলিউডে সবাই জানেন, সইফ আলি খান কতটা বইপ্রেমি ৷ যখনই সময় পান, তখনই বই পড়েন সইফ ৷ এমনকী, শ্যুটিংয়ের মাঝে যখন অন্যান্য লোকেরা গল্প করতে ব্যস্ত ৷ তখন সইফ চুপচাপ বসে বই পড়েই চলেন ৷ করিনাও বহু সাক্ষাৎকারে বহুবার বলেছেন, সইফের বই প্রেমের কথা ৷
সেই বই প্রেম থেকেই এবার নতুন চ্যালেঞ্জ কাঁধে নিয়ে নিলেন সইফ ৷ এক ইংরেজি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে সইফ জানিয়েছেন, ‘আমি এবার আত্মজীবনী লিখতে চলেছি ৷ অনেক দিন ধরেই এর জন্য নিজেকে তৈরি করে চলেছি ৷ এবার সময় এসে গিয়েছে, কিছু একটা করার ৷ তাই এবার আত্মজীবনী লিখতে চলেছি ৷ ’
সইফ আরও জানিয়েছেন, ‘এই আত্মজীবনীতে আমার সিনেমা কেরিয়ার, ব্যক্তিগত জীবন সবই উঠে আসবে ৷ এমন অনেক তথ্যই থাকবে, যা কিনা কেউ জানে না ৷’
#SaifAliKhan#TaimurAliKhan
Saif ali kuan is writing his autobiography who gives the f**k🤔....I think he should write taimur autobiography....taimur life story is more interesting 😂😂😂 pic.twitter.com/8kKcJcbh7q
সইফের আত্মজীবনী লেখা নিয়ে খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুরু করে দিলেন খিল্লি ৷ ফেসবুক, ট্যুইটারে সইফকে নিয়ে শুরু হয়ে গেল টানাটানি ৷ কেউ লিখলেন, ‘আপনি এমন কী করেছেন যে আত্মজীবনী লিখতে হবে ?’ অনেকে বলছেন, ‘আপনার নয় বরং আপনার বাবার বায়োগ্রাফি লিখুন ৷’ তবে বেশিরভাগই এ বিষয়ে ব্যক্তিগত আক্রমণে নেমে পড়েছেন ৷ বেশ কয়েকজন নেটিজেন লিখেছেন, ‘নিজেরটা না লিখে, তৈমুরকে নিয়ে লিখুন, বেশি মজাদার হবে !’