Home /News /entertainment /
বলিউডে আসছেন টু্ইঙ্কল খান্নার ভাই করণ কাপাডিয়া !

বলিউডে আসছেন টু্ইঙ্কল খান্নার ভাই করণ কাপাডিয়া !

 • Share this:

  #মুম্বই: বলিউডে এখন স্টারকিডদের রাজত্ব ৷ বরুণ ধাওয়ান থেকে শুরু করে জাহ্নবী কাপুর, সারা আলি খানেরা বলিউড মাতাচ্ছে ৷ অন্যদিকে, শাহরুখের পুত্র আরিয়ান ও মেয়ে সুহানা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে জানান দিচ্ছে, খুব শীঘ্রই তাঁরা বলিউডে আসার জন্য একদম রেডি ৷ আর এবার সেই তালিকায় যুক্ত হল, করণ কাপাডিয়ার নাম ৷

  বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার বোন সিম্পল কাপাডিয়ার ছেলেই হল করণ ৷ বহুদিন ধরে অভিনয়ে প্রশিক্ষণ নিয়ে এবার করণ নামতে চলেছেন বলিউডে ৷ ছবির নাম ব্ল্যাঙ্ক ৷ ছবিতে করণের সঙ্গে দেখা যাবে সানি দেওলকেও ৷

  সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার ৷ টিজারেই দেখা মিলল করণের ৷

  দেখুন ‘ব্ল্যাঙ্ক’ ছবির টিজার----

  First published:

  Tags: Bollywood, Karan kapadia, Twinkle Khanna

  পরবর্তী খবর