#মুম্বই: করোনার মোকাবিলায় সেলেব থেকে সাধারণ সবাই এখন ঘরবন্দি ৷ তাই সোশ্যাল মিডিয়াতেই নিজেদের হাল-হকিকত তুলে ধরছেন সবাই ৷ কীভাবে কাটাচ্ছেন পরিবারের সঙ্গে সময়, তারও হদিশ দিচ্ছেন ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামে ৷
অক্ষয় কুমার ঘরণী ও এখন লেখিকা টুইঙ্কল খান্নাও এসবের থেকে দূরে নয় ৷ তিনিও বেশ অ্যাক্টিভ থাকেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ প্রায় রোজই আপডেট দিতে থাকেন তাঁর দিনযাপন ৷
My son crept up and took this picture today.The little one and I were meant to be reading together when I have fallen asleep with a pencil in my hand! Is it just me going through this peculiar phase where everyday around 4pm the brain just fogs up? #IWillGetYouForThisBhatiaBoy pic.twitter.com/T9pnAPr7MW
— Twinkle Khanna (@mrsfunnybones) June 25, 2020
এবার যেমন, টুইঙ্কল খান্না ট্যুইটারে লিখলেন তাঁর ছেলের কাণ্ডকারখানা নিয়ে ৷
টুইঙ্কল করলেন ট্যুইট ৷ লিখলেন, ‘এই কীর্তিটা ঘটিয়েছে আমার ছেলে ৷ প্ল্যান ছিল মা-মেয়ে একসঙ্গে মিলে বই পড়ব ৷ কিন্তু দেখুন হাতে পেনসিল নিয়ে ঘুমিয়ে পড়লাম ৷ আজকাল বেলা ৪ টে বাজলেই এটা হচ্ছে ৷ এটা কীরকম ফেজ আমার জীবনে?’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Twinkle Khanna