• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সামনে সমুদ্র, হাতে চায়ের কাপ নিয়ে নিসর্গের অপেক্ষা! ভিডিও শেয়ার করলেন টুইঙ্কল

সামনে সমুদ্র, হাতে চায়ের কাপ নিয়ে নিসর্গের অপেক্ষা! ভিডিও শেয়ার করলেন টুইঙ্কল

এই নিসর্গের ফলে তছনছ হতে পারে মুম্বই ৷ উত্তাল হতে পারে সমুদ্র ৷ এরকম ঝড় নাকি আগে কখনই দেখেনি মহারাষ্ট্র তথা মায়ানগরী !

এই নিসর্গের ফলে তছনছ হতে পারে মুম্বই ৷ উত্তাল হতে পারে সমুদ্র ৷ এরকম ঝড় নাকি আগে কখনই দেখেনি মহারাষ্ট্র তথা মায়ানগরী !

এই নিসর্গের ফলে তছনছ হতে পারে মুম্বই ৷ উত্তাল হতে পারে সমুদ্র ৷ এরকম ঝড় নাকি আগে কখনই দেখেনি মহারাষ্ট্র তথা মায়ানগরী !

 • Share this:

  #মুম্বই: আর মাত্র ২ ঘণ্টা ৷ তার পরেই গোটা মহারাষ্ট্রে নিজের তাণ্ডব দেখাতে তৈরি ঘূর্ণিঝড় নিসর্গ ৷ আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, এই নিসর্গের ফলে তছনছ হতে পারে মুম্বই ৷ উত্তাল হতে পারে সমুদ্র ৷ এরকম ঝড় নাকি আগে কখনই দেখেনি মহারাষ্ট্র তথা মায়ানগরী !

  ঝড় আসার আগে চারিদিক যেন শান্ত হয়ে যায় ৷ থমকে যায় সব কিছু ৷ সেরকমই এক শান্ত-থমকে যাওয়া সময়ের ভিডিও তুললেন অক্ষয় কুমার ঘরণী অভিনেত্রী-লেখক টুইঙ্কল খান্না ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও আপলোড করে টুইঙ্কল লিখলেন, ‘এ কাপ চা, হালকা বৃষ্টি ৷ সাইক্লোন আসছে ৷ আশা করি এই সাইক্লোন আমাদের ক্ষতি করবে না ৷ তবে এ যে বন্ধু নয়, সেটা টের পাচ্ছি ৷ সবাই সাবধানে থাকবেন ৷ ’

  দেখুন টুইঙ্কলের আপলোড করা সেই ভিডিও----

  Published by:Akash Misra
  First published: