#মুম্বই: ফের নিজের অবতারে টুইঙ্কল খান্না ৷ এবার টুইঙ্কলের পরিহাসের চাপে পড়লেন বিতর্কে থাকা বাবা গুরমিত রাম রহিম !
সব মহলেই বাবা গুরমিত রাম রহিমকে নিয়ে আলোচনা ৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতারাও নানা ভাবে সমালোচিত করছেন এই গুরমিত রাম রহিমকে ৷ কিন্তু টুইঙ্কল খান্না একেবারেই অন্যরকমভাবে নিন্দায় মুখর হলেন রাম রহিমের ৷
টুইট করে টুইঙ্কল লিখলেন, ‘লাভ চার্জারের ব্যাটারি ফুরিয়ে গিয়েছে ৷ কুকু শারদা কেন চাইনিজ খাওয়া শুরু করছেন না !’
তবে এই সবের মাঝেই হয়তো টুইঙ্কল ভুলে গিয়েছেন এই বাবা রাম রহিমই টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের বান্দ্রার নতুন বাড়ির গৃহপ্রবেশে এসেছিলেন ! সেই ছবি অবশ্য ট্যুইট করেননি টুইঙ্কল ৷