হোম /খবর /বিনোদন /
রাম মন্দিরের ভূমিপুজো, খুশিতে প্রদীপ জ্বালালেন ‘সীতা’ !

রাম মন্দিরের ভূমিপুজো, খুশিতে প্রদীপ জ্বালালেন ‘সীতা’ !

রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে বুধবার সকাল থেকেই গোটা দেশ জুড়ে হইচই ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে বুধবার সকাল থেকেই গোটা দেশ জুড়ে হইচই ৷ সারাদিন ধরেই টিভিতে চোখ গোটা দেশের মানুষের ৷ এ যেন এক ঐতিহাসিক দিন ৷ প্রদীপ জ্বালিয়ে এই দিনটাকে উদযাপন করলেন রামায়ণের সীতাও ৷

কথা হচ্ছে, জনপ্রিয় রামায়ণ ধারাবাহিকের ‘সীতা’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিকলিয়াকে নিয়ে ৷ রাম মন্দিরের ভুমি পুজো উপলক্ষে সীতা ওরফে দীপিকা সোশ্যাল নেটওয়ার্কে একটি ভিডিও শেয়ার করলেন, যেখানে তাঁকে দেখা গেল হাতে প্রদীপ নিয়ে আরতি করতে ৷

দীপিকা ভিডিওতে দেশবাসীকে শুভেচ্ছাও জানালেন৷ গান গাইলেন রামের নামে ৷

রাম মন্দিরের ভূমি পুজো সেরে এই দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী এই দিনটিকে 'সোনালি দিন' বলে অভিহিত করেন৷ প্রধানমন্ত্রীর কথায়, আজ থেকেই রাম জন্মভূমি স্বাধীনতা পেল৷ তিনি বলেন, রাম মন্দিরের জন্য যে লক্ষ লক্ষ ভক্ত বছরের পর বছর নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই দিনটি তাঁদের সেই আত্মত্যাগের প্রতীক৷

প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীনতা আন্দোলনের সময় কয়েকটি প্রজন্ম নিজেদের সবকিছু সমর্পণ করে দিয়েছিল৷ পরাধীনতার সময় এমন কোনও সময় ছিল না যখন স্বাধীনতা আন্দোলন চলেনি৷ দেশের কোনও প্রান্ত ছিল না, যেখানে স্বাধীনতা আন্দোলনের জন্য কেউ আত্মত্যাগ করেনি৷ ১৫ অগাস্টের দিনটি সেই লক্ষ লক্ষ বলিদানের প্রতীক৷ স্বাধীনতা পাওয়ার জন্য মরিয়া চেষ্টা, ইচ্ছার প্রতীক৷ ঠিক একই ভাবে কয়েক যুগ ধরে, কয়েক প্রজন্ম রাম মন্দিরের জন্য অবিরাম চেষ্টা করে গিয়েছেন৷ সেই ত্যাগ, বলিদান, সংকল্পেরই প্রতীক আজকের দিনটি৷' এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷

Published by:Akash Misra
First published:

Tags: Bhumi Pujan