corona virus btn
corona virus btn
Loading

নিজের বিয়েতেই জমাটি নাচ জনপ্রিয় অভিনেত্রীর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল

নিজের বিয়েতেই জমাটি নাচ জনপ্রিয় অভিনেত্রীর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল
কনের বেশে মোনা সিং ৷ সংগৃহীত ছবি ৷

তাঁর নাচের দৃশ্য অন্য কেউ ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তোলপাড়

  • Share this:

#মুম্বই: জনপ্রিয় টেলিভিশন তারকা মোনা সিং তাঁর দক্ষিণভারতীয় বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন ৷ এই জমকালো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু-বান্ধব থেকে শুরু করে কাছের মানুষেরাও ৷ সবাই বিয়ে বাড়িতে এসেছিলেন শুভেচ্ছা বিনিময় করতে ও প্রীতিভোজে ৷ আর পাঁচটা বিয়েবাড়িতে ঠিক যেমন হয় আর কী ৷ কেউ নাচুক না নাচুক মোনা নিজেই নেচে কাঁপিয়ে দিয়েছেন ৷ সেই সে ইনাচই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

মোনার বিয়ে নিয়ে বেশিরভাগ সময়ই ধরেই গুঞ্জন চলছিল ৷ সেই জল্পনাই এবার সত্যি হল, একদিন আগেই মোনার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান হল ৷ তাঁর বিয়ের ছবি সামনে আসতেই দেখা গেল লাল ল্যাহেঙ্গায় অপরূপা মোনা সিং-কে ৷ এদিন ধরেই নিজের বিয়েকে বেশ গোপনেই রেখেছিলেন মোনা ৷ কারোর সঙ্গেই সেই কথা কখনও শেয়ার করেননি তিনি ৷ তাঁর বিয়ে সম্পর্কিত কোনও তথ্য ছিলনা মিডিয়ার কাছেও ৷ বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে গোপনে রেখেছিলেন প্রকাশ্যে আসতেই বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছে তিনি ৷

প্রিয়াঙ্কা চোপড়ার মতই সাজগোজ, অলঙ্কার পরেছিলেন মোনা সিং ৷ মেহেন্দির গোলাপি ছবিতে বেশ লাগছিল মোনাকে ৷ জস্সি জ্যায়সি কই নেহি এই জনপ্রিয় ধারাবাহিকে গৌরব ও মোনাকে দেখতে পাওয়া গিয়েছিল ৷ জস্সি নামেই সবাই ডাকতেন মোনাকে ৷ এচাড়াও কহেনে কো হামসফর ও একাধিক রিয়্যালিটি শোতেও দেখতে পাওয়া গিয়েছে মোনাকে ৷ মোনার এই বিয়ের ছবি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ৷

Published by: Arjun Neogi
First published: December 28, 2019, 7:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर