• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নিজের বিয়েতেই জমাটি নাচ জনপ্রিয় অভিনেত্রীর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল

নিজের বিয়েতেই জমাটি নাচ জনপ্রিয় অভিনেত্রীর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল

কনের বেশে মোনা সিং ৷ সংগৃহীত ছবি ৷

কনের বেশে মোনা সিং ৷ সংগৃহীত ছবি ৷

তাঁর নাচের দৃশ্য অন্য কেউ ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তোলপাড়

 • Share this:

  #মুম্বই: জনপ্রিয় টেলিভিশন তারকা মোনা সিং তাঁর দক্ষিণভারতীয় বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন ৷ এই জমকালো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু-বান্ধব থেকে শুরু করে কাছের মানুষেরাও ৷ সবাই বিয়ে বাড়িতে এসেছিলেন শুভেচ্ছা বিনিময় করতে ও প্রীতিভোজে ৷ আর পাঁচটা বিয়েবাড়িতে ঠিক যেমন হয় আর কী ৷ কেউ নাচুক না নাচুক মোনা নিজেই নেচে কাঁপিয়ে দিয়েছেন ৷ সেই সে ইনাচই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

  মোনার বিয়ে নিয়ে বেশিরভাগ সময়ই ধরেই গুঞ্জন চলছিল ৷ সেই জল্পনাই এবার সত্যি হল, একদিন আগেই মোনার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান হল ৷ তাঁর বিয়ের ছবি সামনে আসতেই দেখা গেল লাল ল্যাহেঙ্গায় অপরূপা মোনা সিং-কে ৷ এদিন ধরেই নিজের বিয়েকে বেশ গোপনেই রেখেছিলেন মোনা ৷ কারোর সঙ্গেই সেই কথা কখনও শেয়ার করেননি তিনি ৷ তাঁর বিয়ে সম্পর্কিত কোনও তথ্য ছিলনা মিডিয়ার কাছেও ৷ বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে গোপনে রেখেছিলেন প্রকাশ্যে আসতেই বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছে তিনি ৷

  প্রিয়াঙ্কা চোপড়ার মতই সাজগোজ, অলঙ্কার পরেছিলেন মোনা সিং ৷ মেহেন্দির গোলাপি ছবিতে বেশ লাগছিল মোনাকে ৷ জস্সি জ্যায়সি কই নেহি এই জনপ্রিয় ধারাবাহিকে গৌরব ও মোনাকে দেখতে পাওয়া গিয়েছিল ৷ জস্সি নামেই সবাই ডাকতেন মোনাকে ৷ এচাড়াও কহেনে কো হামসফর ও একাধিক রিয়্যালিটি শোতেও দেখতে পাওয়া গিয়েছে মোনাকে ৷ মোনার এই বিয়ের ছবি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published: