corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে কাজ নেই! একসঙ্গে আত্মহত্যা করলেন টিভি তারকা ভাই-বোন, মিলল পচাগলা দেহ

লকডাউনে কাজ নেই! একসঙ্গে আত্মহত্যা করলেন টিভি তারকা ভাই-বোন, মিলল পচাগলা দেহ
প্রতীকী চিত্র ।

তাঁদের বাড়ির প্রতিবেশীরা হঠাৎই দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন । পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে দুই ভাইবোনের পচাগলা দেহ উদ্ধার করে ।

  • Share this:

#চেন্নাই: লকডাউনে ফের আরও দুই তারকার অকালমৃত্যু । এর আগে প্রকাশ মেহতা এবং মনমীত গ্রিওয়াল নামের আরও দুই টিভি তারকার আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল । তাঁরাও লকডাউনে কাজ না পেয়ে অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন বলেই জানা যায় । ফের আরও দুই তারকা নিজেদের জীবন শেষ করে দিলেন ।

ভাই-বোন দু’জনেই তামিল অভিনেতা-অভিনেত্রী । ছোট পর্দায় কাজ করতেন তাঁরা । অভিনেতা শ্রীধর ও তাঁর বোন জয়া কল্যাণী চেন্নাইয়ে তাঁদের নিজের বাসভবনে এই কাণ্ড ঘটিয়েছেন । চেন্নাইয়ের কোদুঙ্গায়ুর এলাকার মুথামিজ নগর এলাকায় তাঁদের বাড়ির প্রতিবেশীরা হঠাৎই দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন । পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে দুই ভাইবোনের পচাগলা দেহ উদ্ধার করে । স্থানীয় স্ট্যানলি হাসপাতালে ওই মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লকডাউনের জেরে হাতে কাজ ছিল না ওই দুই তারকার । তাঁরা অর্থনৈতিক সঙ্কটে ভুগছিলেন ।

Published by: Simli Raha
First published: June 7, 2020, 9:00 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर