#নয়াদিল্লি: ইতিমধ্যে সাড়া ফেলেছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘শুভ মঙ্গল জাদা সাবধান৷’ আর সেই ছবি চোখ এড়িয়ে যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও৷ তাই ভারত সফরের আগে ট্যুইট করে ছবির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ট্রাম্প৷আসল ট্যুইটটি অবশ্য তিনি করেননি৷ করেছেন এলজিবিটি কিউ সম্প্রদায় নিয়ে দীর্ঘদিন কর্মরত পিটার ট্যাশেল৷ তিনি লিখেছিলেন, ‘একটি নতুন বলিউড রমকমে দেখান হচ্ছে সমকামী প্রেন৷ মনে হচ্ছে বুড়ো মানুষগুলোর জীবনকে অতিক্রম করে এক নতুন পথের দিকে আমরা যাচ্ছি৷ যেকানে সমকামিতা কোনও বিভাজনের বিষয় নয়৷’ আর এটি নিয়েই ট্যুইট করেছেন ট্রাম্প৷ তিনি লিখেছেন, অসাধারণ৷
Great! https://t.co/eDf8ltInmH
— Donald J. Trump (@realDonaldTrump) February 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump in India, Melania Trump in India, Trump India Tour