#কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনীতির আঙিনা ৷ ইতিমধ্যেই গেরুয়া রাজনীতির তরফ থেকে বাংলাকে মুষ্টিগত করার জন্য নয়া নয়া ফন্দি নিয়ে চলেছে বিজেপি ৷ অন্যদিকে, বাংলায় আরও শক্তিশালী হতে তৃণমূল কংগ্রেসও নতুন করে কোমর বেঁধে নেমে পড়েছে ৷ আর এই বিধানসভাকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা নিজেদের মতো করে বিজেপিকে একহাত নিতেও ছাড়ছেন না ৷
এই যেমন সোমবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বিজেপিকে নানা ইস্যুতে কটাক্ষ করলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷
নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই নুসরতকে নানাভাবে সমালোচনা করেছে গেরুয়া রাজনীতির একাংশ ৷ এমনকী, পার্লামেন্টে মাথায় সিঁদুর, হাতে শাখা-পলা নিয়ে বক্তব্য দেওয়ার পর বিজেপির একাংশ কু-মন্তব্য করে নুসরতের সমালোচনা করেছিলেন ৷ সেবারও চুপ থাকেননি নুসরত ৷ আর এবারও লাভ-জিহাদের নামে যে নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি প্রশাসন, তা নিয়ে তীব্র নিন্দা করলেন নুসরত৷ স্পষ্টই নুসরত জানালেন, ‘প্রেমের কোনও ধর্ম হয় না ৷ প্রেম একেবারেই ব্যক্তিগত৷’
Love is very personal. Love & jihad don't go hand-in-hand. Just before polls, people come up with topics like this. It is a personal choice who you want to be with. Be in love & start falling in love with each other. Don't make religion a political tool: TMC MP Nusrat Jahan pic.twitter.com/LY5ggaAMXa
— ANI (@ANI) November 23, 2020
নুসরতের কথায়, ‘প্রেম বিষয়টি একেবারে ব্যক্তিগত বিষয় ৷ লাভ-জিহাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ কে, কাকে ভালবাসবে, সেটা কেউ ঠিক করে দিতে পারে না ৷ রাজনীতির আগে কিছু মানুষ এই ধরনের বিষয়কে জোর করে টেনে আনছেন ৷ ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয় ৷ প্রেমে কোনও রাজনীতি হয় না !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nusrat Jahan