#কলকাতা: সদ্যই বিয়ে হয়েছে নীল-তৃণার (Trina saha) । পরিণতি পেয়েছে দীর্ঘ দশ বছরের প্রেম। গত ৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। ৬ ফেব্রুয়ারি ছিল নবদম্পতির ঘরোয়া বউভাতের অনুষ্ঠান। জাঁকজমক করে রিসেপশন পার্টির আয়োজনও করা হয়েছিল । এখন জমিয়ে নীলের সঙ্গে সংসার করছেন তৃণা ওরফে পর্দার গুনগুন ।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। নীলের সঙ্গে বিয়ের পর তাঁদের এখন সুখের সংসার। ওদিকে নীলও ব্যস্ত 'কৃষ্ণকলি' ধারাবাহিকে। আর তৃণা 'খড়কুটো' ধারাবাহিকের মধ্যমণি। তৃণার মিষ্টি অভিনয়ে মুগ্ধ দর্শক। তবে শুধু সিরিয়ালে নয়, বাস্তব জীবনেও তৃণা ভীষণ ছটফটে একটি মেয়ে। সারাক্ষণ নাচ, গান আর হইচই করতে ভালোবাসেন। তাঁকে মাঝে মধ্যেই নানা মজার ভিডিও শেয়ার করতে দেখা যায় ইনস্টাগ্রামে।
View this post on Instagram
সম্প্রতি 'খড়কুটো' ধারাবাহিকের সেটে একা একা নেচে বেড়াতে দেখা গেল নায়িকাকে। 'ভাগেরে মন কাহি' গানে গোটা শ্যুটিং ফ্লোরে ঘুরে ঘুরে নাচলেন তিনি। এই ভিডিও শেয়ার করে লিখলেন, " কিছুই না, গানটা আমার খুব পছন্দের। তাই এই নাচ।" এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ভালোবাসা জানিয়েছেন তাঁদের আদরের গুনগুনকে। সম্প্রতি তিনি ও তাঁর স্বামী দু'জনেই যোগ দিয়েছেন তৃণমূলে। ভোটের আগে রাজনীতির রঙ চড়াতে ফের এক তারকা যোগ। নীল তৃণার বিয়েতেও উপস্থিত থেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে আরও একটা মজার কথা খড়কুটো সিরিয়ালে তৃণার স্বামীর চরিত্রে অভিনয় করা কৌশিক রায় কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন৷ মত আলাদা হতেই পারে কিন্তু অভিনয়ের মঞ্চে কাজটা এক সঙ্গেই করতে হয় এই তারকাদের।