• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রজনীকান্তকে ‘রাবণ’ বললেন নানা পাটেকর, কিন্তু কেন দেখুন ভিডিও

রজনীকান্তকে ‘রাবণ’ বললেন নানা পাটেকর, কিন্তু কেন দেখুন ভিডিও

কালা ছবিতে রজনীকান্ত ও নানা পাটেকর ৷ ছবি: কালা ছবির ট্রেলার থেকে ৷

কালা ছবিতে রজনীকান্ত ও নানা পাটেকর ৷ ছবি: কালা ছবির ট্রেলার থেকে ৷

 • Share this:

  #মুম্বই: এবার রজনীকান্তের সঙ্গে সম্মুখ সমরে বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর ৷ এমনকী ‘রাবণ’বলেও সম্বোধন করলেন ৷

  না না বাস্তবে নয় ৷ এবার সিলভার স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে ৷ মুক্তি পেয়েছে রজনীকান্তের আপকামিং ছবি ‘কালা’র ট্রেলার ৷ আর সেখানে এই দুই জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে ৷ আর সেই ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, রজনীকান্ত আর নানা পাটেকরের চরিত্র দুটির মধ্যে সাপে-নেউলে সম্পর্ক ৷ আর তাঁদের মধ্যে টানাপড়েন আর পারিপার্শ্বিক সামাজিক ইস্যু উঠে আসবে এই ছবিতে ৷

  ৬৭ বছর বয়স তবুও স্ক্রিনে ফাটাফাটি অ্যাপিয়ারেন্স ‘থালাইভা’রজনীকান্তের ৷ আর আপকামিং এই ছবি নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ গতকাল সোমবার নিজের টুইটার হ্যান্ডলে ছবিটির ট্রেলারের ইউটিউব লিঙ্ক শেয়ার করেন রজনীকান্তের জামাই ধনুশ। ধনুশের প্রোডাকশন হাউস ‘ওয়ান্ডারবার স্টুডিওজ’ প্রযোজনা করছে ছবিটি। ওই হাউসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি মুক্তি পেতেই কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষ দেখে নিয়েছেন ভিডিওটি।

  ছবিতে নানা ও রজনীকান্ত ও নানা ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, সায়াজি শিন্ডে, অঞ্জলি পাতিলের মতো অভিনেতারাও। ছবির ট্রেলার থেকে স্পষ্ট, রজনীর পরিচিত জমজমাট অ্যাকশন দেখা যাবে ছবিতে। তার সঙ্গে উপরি পাওনা, নানা পাটেকরের মতো শক্তিশালী অভিনেতার সঙ্গে রজনীর টক্কর।

  First published: