corona virus btn
corona virus btn
Loading

হাতের মুঠোয় ‘দুর্গা আসছে’, প্রথম মোবাইল ফিচার ফিল্মের ট্রেলার

হাতের মুঠোয় ‘দুর্গা আসছে’, প্রথম মোবাইল ফিচার ফিল্মের ট্রেলার
Youtube

গোটা ছবি মোবাইলে তৈরি, মোবাইলেই এডিট ৷ দেশের প্রথম মোবাইল ফিচার ফিল্ম ‘দুর্গা আসছে...’-এর ট্রেলার মুক্তি পেল ৷

  • Share this:

#কলকাতা: গোটা ছবি মোবাইলে তৈরি, মোবাইলেই এডিট ৷ দেশের প্রথম মোবাইল ফিচার ফিল্ম ‘দুর্গা আসছে...’-এর ট্রেলার মুক্তি পেল ৷ আর ট্রেলারেই দেখা মিলল, শুধুই প্রথম মোবাইল ফিচার ফিল্ম নয়, এই ছবির বিষয়ও নজকাড়া !

ছবির পরিচালক ইলমাজ সইদ ৷ ট্রেলারের শুরুতেই এক অশান্ত সময়ের গল্প বলার চেষ্টা করেছেন পরিচালক ৷ দুটি মেয়ে ৷ আর দুটি পাড়া, সাম্প্রদায়িক অশান্তি, গোমাংসা বিতর্ক, সবই একে একে উঠে এসেছে এই ছবিতে ৷ আর তা নিয়েই তৈরি হয়েছে ৭০ মিনিটের দুর্গা আসছে !

ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশাক হালিম ও প্রিয়াঙ্কা সরকার ৷ এছাড়ও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় ৷ মহালয়ার দিন অনলাইনে মুক্তি পাবে ইলমাজ সইদের দুর্গা আসছে...

First published: September 18, 2017, 6:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर