#আমেরিকা: শেষ হয়ে গেল একটা বড় অধ্যায়, স্তব্ধ শৈশবের বহু রঙিন দিন... চলে গেলেন 'টম অ্যান্ড জেরি' কার্টুন সিরিজের অস্কার বিজয়ী পরিচালক জিন ডিচ। 'Popeye the Sailor' সিরিজেরও কিছু এপিসোড পরিচালনা করেছিলেন তিনি। শুধু পরিচালক নন, ডিচ একাধারে ছিলেন ইলাস্ট্রেটর, অ্যানিমেটর, প্রযোজক। প্রাগে, নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। ১৯৬০ সালে ডিচ-এর ছবি 'মুনরো' সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসেবে জিতে নেয় অস্কার। ১৯৬৪ সালে তাঁর দুটো ছবি 'হেয়ারস নুডনিক' ও 'হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ' অস্কার-এর জন্য মনোনীত হয়। ১৯২৪ সালের ৮ আগস্ট শিকাগোতে জন্ম জিন ডিচের। ১৯৫৯ সালে তিনি প্রাগ-এ আসেন। ইচ্ছে ছিল ১০ দিন থাকবেন, কিন্তু সেখানেই প্রেমে পড়ে যান তাঁর ভবিষ্যতের স্ত্রী ডেনকা-র, আর শিকাগো ফেরা হয় না, প্রাগেই সংসার পাতেন। ২০০৪ সালে অ্যানিমেশনে লাইফটাইম অ্যাচিভমেন্ট-এর জন্য তিনি ভূষিত হন উইনসর ম্যাককে পুরষ্কারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।