#কলকাতা: এই তো সবে পূনর্জন্মের কথা মনে পড়ছিল সদুর । সে এখন পুরোপুরি সৌদামিনী হয়ে উঠেছে । মোহর রহস্যের সমাধান চলছে । কোন্দল বাড়িতে এ বার সুদিন ফিরল বলে । অন্যদিকে, দুই বৌ নিয়ে শঙ্কর জেরবার । এ দিকে সদু আর শঙ্করের রসায়নও জমে ক্ষীর । দর্শকদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে । ঠিক সেই মুহূর্তেই এমন আকস্মিক ঘোষণায় সকলেই হতবম্ভ। জনপ্রিয় বাংলা টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘সৌদামিনীর সংসার’ । কিন্তু হঠাৎই সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । শেষ দিনের শ্যুটিংও নাকি হয়ে গিয়েছে । প্রায় দু’বছর ধরে সফলভাবে চলেছে এই ধারাবাহিকটি ।
জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি শেষ পর্বের সম্প্রচার হবে । তবে ধারাবাহিকের কলাকুশলীরাও এ বিষয়ে নাকি কিছুই জানতেন না। একেবারে শেষ মুহূর্তে তাঁদের এ খবর দেওয়া হয় । প্রথম কেউ বিশ্বাসই করতে চাননি । পরে সকলেই এমন খবরে বিমর্ষ হয়ে পড়েন ।
View this post on Instagram
জয়দেব মণ্ডল প্রযোজিত ও শিবাংশু ভট্টাচার্য পরিচালিত ‘সৌদামিনীর সংসার’ বিশেষত ছোট বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয় ছিল । বড়োরাও ভালবাসতেন দেখতে । সম্ভবত শেষের দিকে রেটিং পড়ে যাওয়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে অনেকাংশের মত ।