corona virus btn
corona virus btn
Loading

তত্ত্বে হবু শাশুড়ির পাঠানো লাল লহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসবেন নুসরত

তত্ত্বে হবু শাশুড়ির পাঠানো লাল লহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসবেন নুসরত
লাল লহেঙ্গায় নুসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
  • Share this:

#কলকাতা: আর মাত্র ৬ দিন বাকি ৷ আর তারপরেই তুরস্কে নিখিল জৈন-এর সঙ্গে সাত পাকে বাঁধা টলিউড অভিনেত্রী নুসরত জাহান ৷ প্রস্তুতি প্রায় সারা ৷ ইতিমধ্যেই বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ দুই বাড়িতেই খুশির আমেজ ৷ সম্প্রতি সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরত ৷ তার আগের তিনমাস নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন নুসরত ৷ ভোটের কারণে দিন-রাত পরিশ্রম করতে হয়েছিল ৷ আর সেই কারণে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাই করতে পারেননি নায়িকা ৷ ভোট মিটতেই বিয়ে নিয়ে বিভিন্ন পরিকল্পনায় মেতে গিয়েছেন নুসরত-নিখিল ৷

বিয়ে নিয়ে দু’জনেরই স্বপ্ন অনেক ৷ যাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন সবথেকে সেরা হয় ৷ সেই কারণে দু’জনে সবরকম ব্যবস্থা নিতে চলেছেন ৷ নুসরত একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন চিত্রশিল্পীও ৷ আর সেই শিল্পনৈপূণ্যের ছোঁয়া জুড়ে থাকছে সম্পূর্ণ বিবাহ অনুষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে ৷ আর হবু বৌয়ের সমস্ত সিদ্ধান্তেই সায় নিখিলের ৷

11

নিখিল জৈন ও নুসরত জাহান ৷ 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিখিল জানিয়েছেন, আলাপটা হয়েছিল তিনবছর আগে ৷ তাঁর পোশাকের ব্র্যান্ড ‘রঙ্গোলি’ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসেন নুসরত ৷ সেই থেকে দেখা-সাক্ষাৎ ৷ প্রথম থেকেই নুসরতের প্রতি একটা ভাল লাগা ছিলই ৷ কিন্তু আলাপের পর দু’বছর পর্যন্ত ক্লায়েন্টের মতোই সম্পর্ক নিখিলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন নুসরত ৷ তবে ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক ৷ অভিনেত্রী তো ছিলেনই এ বার সাংসদও হয়েছেন হবু বৌ ৷ আর পুরো ব্যাপারটাই বেশ এনজয় করছেন নিখিলও ৷ আর নুসরতের সেই ‘অরা’বা অলৌকিক আভাকে বেশ পছন্দ করেন নিখিল ৷

287

সব মিলিয়ে প্রেমে ভাসছেন ‘NJ'দ্বয় ৷ নুসরত এবং নিখিল দু’জনের নামেরই আদ্যক্ষর শুরু ‘N’দিয়ে ৷ এরই সঙ্গে তাঁদের পদবীর আদ্যক্ষর শুরু ‘J’দিয়ে ৷ বিয়ের ট্রেন্ড মেনে গোটা বিয়ের অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘NJ'৷ বিয়েতে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে বিয়ের সমস্ত ঐতিহ্য় ও রীতি নীতিতেও দেওয়া হচ্ছে বিশেষ জোর ৷ বাড়ির বড় মেয়ের বিয়ে ৷ আমেজে মেতেছে পরিবার ৷ ব্যস্ততা জৈন পরিবারেও ৷

NUSRAT

গতকাল বুধবার পাত্র নিখিল জৈনের বাড়ি থেকে তত্ত্ব এসে পৌঁছেছে নুসরতের বাড়িতে ৷ নিখিলের মা অভিনেত্রী ও সাংসদ হবু বৌমা নুসরতের জন্য পাঠিয়েছেন লাল রঙের লহেঙ্গা ৷ আর শোনা যাচ্ছে, এই লহেঙ্গা পড়েই বিয়ের পিঁড়িতে বসবেন নুসরত ৷ এর পাশাপাশি এসেছে প্রচুর শাড়ি, আধুনিক পোশাক, নামী দামি প্রসাধন সামগ্রী, ডিজাইনার ব্যাগ ৷ আরও বহু সামগ্রী ৷ অন্যদিকে, নুসরতের বাড়ি থেকেও তত্ত্ব পৌঁছে গিয়েছে নিখিলের বাড়িতে ৷ দুই বাড়িতেই শুরু প্রাক-বিবাহকালীন অনুষ্ঠান ৷ এ বার অপেক্ষা তুরস্কে উড়ে যাওয়ার ৷ অপেক্ষা ‘NJ'দ্বয়ের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ৷

First published: June 13, 2019, 6:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर