#কলকাতা: সারা দেশে এখন চলছে ২১ দিনের লকডাউন। এই সময় সকলে রয়েছেন গৃহবন্দি। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই গৃহবন্দি। এই সময় কেউ গাইছেন গান, কেউ করছেন নাচ, আবার কেউ করছেন বাড়ির কাজ। এভাবেই সেলেবরা নিজেদের ব্যস্ত রাখছেন।
বাড়িতে বন্দি রয়েছেন শ্রাবন্তীও। তিনি কখনও বরের সঙ্গে সময় কাটাচ্ছেন তো আবার কখনও গাইছেন গান। আপকি আখো মে কুছ মেহকে হুয়ে সে রাজ হ্যায়-গানে ভিডিও বানালেন তিনি। না গান তিনি গাননি। লতার গানে ঠোঁট মেলালেন। এই ভিডিও তিনি ইনস্টাতে শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti Chatterjee, Tollywood, Viral Video