corona virus btn
corona virus btn
Loading

রুদ্রনীলের লেখা কবিতা পাঠ করে ভাইরাল ক্লাস ফোরের বিতান ! প্রশংসা করলেন অভিনেতা !

রুদ্রনীলের লেখা কবিতা পাঠ করে ভাইরাল ক্লাস ফোরের বিতান ! প্রশংসা করলেন অভিনেতা !
photo source facebook

কয়েকদিন আগেই রুদ্রনীল একটি কবিতা লিখেছেন, "সাতে পাঁচে থাকি না।" শুধু লেখেননি সুন্দর করে কবিতাটি পাঠও করেছেন।

  • Share this:

#কলকাতা: লকডাউন ও করোনাভাইরাসের জন্য প্রায় তিন মাস বন্ধ ছিল টলিপাড়া। এখনও যে খুব একটা ছন্দে ফিরেছে তা নয়। তবে কাজ শুরু হয়েছে। এই গোটা লকডাউন সময়কালে ঘরে বন্দি ছিলেন রুদ্রনীল ঘোষ। টলিউডের ভাল অভিনেতাদের মধ্যে তিনি একজন। এই সময়টায় তিনি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে অনেক কিছুই পোস্ট করেছেন। অনেক কিছু নিয়েই কথা বলেছেন। কয়েকদিন আগেই রুদ্রনীল একটি কবিতা লিখেছেন, "সাতে পাঁচে থাকি না।" শুধু লেখেননি সুন্দর করে কবিতাটি পাঠও করেছেন। অসংখ্য মানুষ পছন্দ করেছে তাঁর এই কাজ।

তবে এবার একটি ছোট্ট ছেলে যা করলো, তাতে অবাক রুদ্রও। বাচ্চাটি ক্লাস ফোরে পড়ে। নৈহাটিতে থাকে। নাম বিতান রাউত। সে হুবহু রুদ্রনীলের মতো করেই তাঁর লেখা কবিতাটি পড়ে। এই কবিতা ফেসবুকে শেয়ার হতেই ভাইরাল হয়। রুদ্রনীলও নিজের ফেসবুকে এই ভিডিও শেয়ার করে লেখেন, "ইনি শিল্পী বিতান রাউত, স্যার থাকেন নৈহাটি,পড়েন ক্লাস ফোরে। তাই বারান্দা থেকে নামেন না! আমার থেকেও ১০০ গুন ভাল বলেছে আমার কবিতা। নিখুঁত উচ্চারণ আর এক্সপ্রেশান। এই বয়সে এই দক্ষতা অকল্পনীয়। প্রণাম আর আদর শিল্পীকে।" এর পর নিজের কবিতা পাঠের ভিডিওটিও পোস্ট করে বলেন, "আপনারাই মিলিয়ে নিন।"

Published by: Piya Banerjee
First published: June 18, 2020, 5:49 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर