#কলকাতা: সারা দেশে এখন চলছে ২১ দিনের লকডাউন। এই সময় সকলে রয়েছেন গৃহবন্দি। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই গৃহবন্দি। এই সময় কেউ গাইছেন গান, কেউ করছেন নাচ, আবার কেউ করছেন বাড়ির কাজ। এভাবেই সেলেবরা নিজেদের ব্যস্ত রাখছেন। এরই মাঝখানে ভাইরাল হয় বাদশা ও জ্যাকলিনের গানের ভিডিও 'গেদা ফুল'। যদিও এটি বাংলার ফোক গান। গানটি লিখেছেন রতন কাহার। 'বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল' এই গান যদিও আগেই জনপ্রিয় ছিল। কিন্তু নতুন মিউজিক ভিডিওর জন্য এখন সবাই এই গানে নাচ করছে।
জ্যাকলিন 'গেদা ফুল' ভিডিওতে বাঙালি সেজেছেন। সকলেই এই গানে নেচে ভিডিও পোস্ট করছেন। এবার সেই লিস্টে নাম লেখালেন টলিউড স্টার কৌশানী। তিনিও রয়েছেন ঘরে বন্দি হয়ে। কিন্তু বাড়িতে থেকেই বানিয়ে ফেললেন ভিডিও। নাচ করলেন। এই ভিডিও তিনি নিজের ইনস্টাতে পোস্ট করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Koushani Mukherjee, Tollywood, Viral Video