#কলকাতা: দেশে ২১ দিনের লকডাউন চলছে। করোনা ভাইরাস মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছেন মোদি সরকার। এর ফলে দেশের সব মানুষ গৃহবন্দি। কেউ বাইরে যেতে পারছেন না। দোকানপাট, শপিংমল, সিনেমাহল সব বন্ধ। ঘরেই সকলে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। সাধারণ মানুষ থেকে বলিউড সেলেব সকলেই গৃহবন্দি। কেউ বাড়ির কাজ করছেন তো কেউ গাইছেন গান, বাজাচ্ছেন গিটার। কেউ করছেন নিজের পুরনো ছবি পোস্ট। কেউ আবার করছেন টিকটক ভিডিও।
লকডাউনের বাজারে মজার টিকটক ভিডিও বানালেন বকুল কথা ধারাবাহিকের বকুল ও অলিভিয়া। বকুল ওরফে উষসী রায় ও অলিভিয়া খুব ভাল বন্ধু। উষসীর নতুন ধারাবাহিক শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য কাজ বন্ধ। তাই দুজনে মিলে করলেন টিকটক। অলিভিয়া কিছুতেই উচ্চারণ করতে পারছেন কোয়ারেন্টাইন শব্দটি। বকুল ঠিক করে দিলেন শব্দটিকে। এই মজার ভিডিওটি তারা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।