হোম /খবর /বিনোদন /
রিকশাওয়ালার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইলেন টলি অভিনেত্রীর বাবা ! ভাইরাল ভিডিও !

রিকশাওয়ালার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইলেন টলি অভিনেত্রীর বাবা ! টিকটকে ভিডিও পোস্ট নায়িকার !

photo source Instagram

photo source Instagram

তাঁকে মাঝে মধ্যেই নানা রকম মজার ভিডিও বানাতে দেখা যায়।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: টলিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে কে না চেনে ? তিনি টলিউডে 'ইষ্টিকুটুম' ধারাবাহিকের 'বাহামনি' চরিত্রটি করে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন। টলিউডে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

তাঁকে মাঝে মধ্যেই নানা রকম মজার ভিডিও বানাতে দেখা যায়। এই অভিনেত্রী এবার বললেন তাঁর বাবা নাকি তাঁকে রিকশা ওয়ালার সঙ্গে বিয়ে দেবেন বলেছেন । এই কথা নায়িকা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাতে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে তাঁর কুকুর ছানাকে তিনি বলছেন এই কথা। ভিডিওটি বেশ মজার। এই নায়িকার আর একটি ভিডিও কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল। ফের মজার ভিডিও বানালেন তিনি।

Published by:Piya Banerjee
First published:

Tags: Sudipta chakroborty, TikTok, Viral Video