#কলকাতা: ইমন চক্রবর্তী টলিউডের জনপ্রিয় গায়িকা। ইমন তাঁর গানের গলায় জয় করে নিয়েছেন সকলের মন। তিনি তাঁর গানের জন্য পেয়েছেন জাতীয় পুরষ্কারও। ইমন খুবই মিষ্টি মনের এক মেয়ে। যেকোনও গানের অনুষ্ঠানে তাঁকে দেখা যায় মন খুলে গাইতে। ইমন সবচেয়ে বেশি শাড়ি পড়তেই ভালবাসেন। ইমনকে সোশাল মিডিয়াতেও দেখা যায় নিজের ছবি, গান মজার ভিডিও পোস্ট করতে। ফেসবুকে তাঁর একটি পেজও রয়েছে।
সেই পেজ-এ গতকাল ইমন একটি গানের ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি গান গাইছেন। তবলা এবং অন্য বাদ্য যন্ত্রে রয়েছেন তাঁরই দুই ভাই। এই গানটি শেয়ার করে ইমন লেখেন, "নিজের জন্য গান গাওয়ার সময়। বেশ কয়েক মাস আগে এক খারাপ থাকার সময় তিন ভাই বোনে। শিকাগো তে।" এই ভিডিও পোস্ট করার পর তাঁর ফ্যানেরা ভাল কমেন্টে ভরিয়ে দেন। এবং গানটি যথেস্ট প্রশংসাও পায় সোশাল মিডিয়ায়। ইমনের এই গান এখন ভাইরাল।