#কলকাতা: ইমন চক্রবর্তী। এই নামটা শুনলে সবচেয়ে আগে যে গানটার কথা মনে আসে তা হল ' তুমি যাকে ভালবাস"। এই গানের জন্য ইমন বেস্ট সিঙ্গারের ন্যাশনাল আওয়ার্ডও পেয়েছিলেন। তাঁর গানের গলায় এক মিষ্টি যাদু আছে। আজ টলিউডের নামকরা গায়িকাদের মধ্যে একজন। কিন্তু ইমনের বোনের গান শুনেছেন? নিশ্চয় শোনেননি। তবে বোনের গান শোনার সুযোগ করে দিলেন ইমন নিজেই।
সম্প্রতি তিনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি তাঁর বোন মুনকে সঙ্গে নিয়ে গাইছেন রবীন্দ্রসঙ্গীত। ইমন নিজেও খুব ভাল গান করেন। তবে তাঁর বোনের গলা শুনলেও চমকে যেতে হয়। ততটাই ভাল গানের গলা মুনের। সব থেকে মিষ্টি হল এই দুই বোনের কেমিষ্ট্রি। নিজের বাড়িতে বসে গান গেয়েছেন তাঁরা। ভিডিওটি করেছেন ইমন নিজেই। এই গান এখন ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, Iman Chakraborty, Music