#কলকাতা: এসভিএফ-এর ব্যানারে, সৃজিত মুখার্জির পরিচালনায় এ বছরের সবচেয়ে থ্রিলিং ‘ভিঞ্চি দ্য’ সিনেমায় সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। সৃজিতের ছবিতে অনুপম সঙ্গীত পরিচালক হবে এটাই স্বাভাবিক। কারণ তাঁদের বন্ধুত্বটাই এরকম। তবে শুধু মাত্র বন্ধুত্বের জন্য অনুপম কাজ করছেন এমন নয়। অনুপম এই কাজের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।
এবার বাংলাদেশের নোবেলও এই ছবিতে গান গাইছেন। নোবেল 'সারেগামাপা' থেকেই নজরে আসেন অনুপমের। এই ছবির একটি গান গেয়েছেন নোবেল। তবে অনুপমের 'শান্ত হও' গানটা খুবই জনপ্রিয় হয়েছে। অনুপমের এই গান শুনে নিন তাঁরই গলায়।---