#কলকাতা: আজ শিবরাত্রি। শিব পুজোতে ব্যস্ত গোটা দেশ। টলিউডের শিল্পীরাও করলেন শিব পুজো। তবে অভিনেত্রী ঐশ্বর্য যা করলেন তা সত্যিই প্রশংসার যোগ্য। ঐশ্বর্য বাংলা টেলিভিশন জগতের চেনা মুখ। অনেকগুলি সিরিয়ালের তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রত্যেকটি সিরিয়ালেই ঐশ্বর্যর অভিনয় প্রশংসা যোগ্য।
আজ অভিনেত্রী তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়েছে। হাতে ত্রিশুল, মাথা ভর্তি সিঁদূর, গলায় রুদ্রাক্ষের মালা। পরনে শাড়ি। ছবিটি পোস্ট করে তিনি 'কেদারা' ছবির গান 'নম নম শঙ্করা' গানটি লেখেন। এই ছবি এখন ভাইরাল ।
View this post on InstagramNamo namo ji shankara Bholenath shankara Jai triloknath shambhu Hey shivay shankara 🙏🙏
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Movie, Viral Post