#কলকাতা: বাঙালির প্রিয় 'দিদি' রচনা বন্দোপাধ্যায়... দশবছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সঞ্চালনা করে আসেছেন জনপ্রিয় রিয়েলিটি শ্যো 'দিদি নম্বর ওয়ান'। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখলে চোখ কপালে উঠবে! একইসঙ্গে চমকে দেওয়া রচনার ফিটনেস! এখনও গ্ল্যামারে হোক কী ফিগারে... এই প্রজন্মর তাবড় তাবড় নায়িকাদের বলে বলে গোল মারবেন।
সোশ্যাল মিডিয়ায় রচনা বরাবরই অ্যাক্টিভ। ফ্যানেদের নিত্যনতুন নয়া আপডেট দিতে থাকেন। এবার সুন্দরী পোস্ট করলেন জলে ভাসমান বোটের ডেকে তাঁর তুমুল নাচের ভিডিও। সাদা জিনস, ববি প্রিন্টের শর্ট টপ, কালো বুটস-এ রচনার থেকে চোখ ফেরানো দায়! ফিগার যে-কোনও সময় ঈর্ষণীয়। ভিডিওটি পোস্ট করেছেন রচনা লিখেছেন, 'শুক্রবারের স্বাধীনতা'!
View this post on Instagram
২ অক্টোবরে সদর্পে নিজের বয়স জানিয়ে বার্থ ডে সেলিব্রেট করলেন রচনা ৷ স্লিম ফিগার অনেকেই ধরে রাখতে পারেন, কিন্তু রচনার চোখে-মুখে এখনও যে শুদ্ধতা--সারল্য আছে, তাতে অনেক ৪৬ এভাবে হেলায় পার করে যাবেন 'দিদি নম্বর ওয়ান' ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।