• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • TOLLYWOOD MOVIES VIDEO OF CHILD GIRL DANCING IN RANGABATI SONG OF GOTRO MOVIE GOES VIRAL RM

'রঙ্গাবতী' গানে ক্লাস II- এর ছাত্রীর 'ভাইরাল' নাচ, সেলেবদেরও বলে বলে গোল মারল !

 • Share this:

  #কলকাতা: ‘রঙ্গবতী’ রং ছড়িয়েছে সবার মধ্যে! নেট দুনিয়া তোলপাড় 'রঙ্গাবতী চ্যালেঞ্জ'-এ! শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'গোত্র'-তে ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গান ইতিমধ্যেই সুপারডুপার হিট! ততোধিক হিট দেবলীনা কুমার ও ওম সাহানির পাগলপাড়া নাচ! নাইজেল থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত... ইন্ডাস্ট্রির হেভিওয়েটরা ইতিমধ্যেই 'রঙ্গাবতী চ্যালেঞ্জ' অ্যাক্সেপ্ট করে তোলপাড় ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়! সম্বলপুরী এই ফোক সং-এর সঙ্গে বান্টি বরুয়ার কোরিওগ্রাফি কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া!

  তবে এবার, তাবড় তাবড় সেলেব্রিটিদের রেকর্ড ভেঙে দিল ক্লাস II- এর পড়ুয়া, বছর সাতের আরাত্রিকা মুখোপাধ্যায়! 'রঙ্গাবতী' গানের সঙ্গে তার নাচ এইমুহূর্তে 'ভাইরাল' সোশ্যাল মিডিয়ায়! ঝড়ের গতিতে বাড়ছে ভিউ, একরত্তি মেয়ের এহেন প্রতিভায় প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। নাচ, ছবি আঁকা আর নাটক... এই তিনটেই নেশা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্রী, বছর সাতের আরাত্রিকার।

  দেখুন সেই ভিডিও--

  ২৩ অগাস্ট মুক্তি পাচ্ছে 'গোত্র'! অভিনব স্টাইলে প্রকাশ্যে এসেছিল ‘গোত্র’-র ‘রঙ্গবতী’। ‘ত্রিধারা সম্মিলনী’র খুঁটিপুজো উৎসবে নাইজেল মানালির সঙ্গে নাচে মাতিয়েছিলেন ওম সাহানি এবং দেবলীনা কুমার।

  First published: