#কলকাতা: টুম্পা সোনা- এই দুটি শব্দ বললেই বাঙালিরা এখন এক কথায় সবটা বুঝে যাচ্ছেন৷ বিভিন্ন সময়ে বাঙালি কালচারের সিগনেচার টিউন হয়ে ওঠে নানা গান৷ এরকমই ২০২০-তে বাঙালি বুঁদ হয়েছে টুম্পা সোনায়৷ সায়ন, সুমনা, দীপ্তাংশু -র একটি গান যা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷
অক্টোবর মাসে ভাসান গীতি হিসেবে রিলিজ হওয়ার পর বাংলায় ভাইরাল গানের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ৷ অরিজিনাল ভিডিওটির ভিউ প্রায় ৪ কোটি-র কাছাকাছি৷
এই অবস্থায় কার্যত ঘরে ঘরে পৌঁছে গেছে এই গান৷ সম্প্রতি বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণের বিয়েতে এই গানে কোমর দুলিয়েছেন বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রি-র তাবড় ব্যক্তিত্ব৷ শ্রীজিত-রুদ্রনীলের সঙ্গে এই গানে নাচতে দেখা গেছে খোদ বর অনির্বাণকেও৷
View this post on Instagram
View this post on Instagram
বর্তমানের ডিজিটাল যুগে এই প্ল্যাটফর্ম যেভাবে মানুষকে বিনোদন দেয় তা নিঃসন্দেহে নজিরবিহীণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video