হোম /খবর /বিনোদন /
ভাইরাল গান ‘টুম্পা সোনা’ সুপার ভাইরাল হল খুদের কণ্ঠে, শুনে নিন গান

ভাইরাল গান ‘টুম্পা সোনা’ সুপার ভাইরাল হল খুদের কণ্ঠে, শুনে নিন গান

Photo Courtesy- Facebook/Video Grab

Photo Courtesy- Facebook/Video Grab

শুধু গানই সঙ্গে হালকা নাচও রয়েছে, খুদের মিষ্টি ভিডিও সুপার ভাইরাল!!!

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: টুম্পা সোনা- এই দুটি শব্দ বললেই বাঙালিরা এখন এক কথায় সবটা বুঝে যাচ্ছেন৷ বিভিন্ন সময়ে বাঙালি কালচারের সিগনেচার টিউন হয়ে ওঠে নানা গান৷ এরকমই ২০২০-তে বাঙালি বুঁদ হয়েছে টুম্পা সোনায়৷ সায়ন, সুমনা, দীপ্তাংশু -র একটি গান যা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷

অক্টোবর মাসে ভাসান গীতি হিসেবে রিলিজ হওয়ার পর বাংলায় ভাইরাল গানের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ৷ অরিজিনাল ভিডিওটির ভিউ প্রায় ৪ কোটি-র কাছাকাছি৷

এই অবস্থায় কার্যত ঘরে ঘরে পৌঁছে গেছে এই গান৷ সম্প্রতি বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণের বিয়েতে এই গানে কোমর দুলিয়েছেন বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রি-র তাবড় ব্যক্তিত্ব৷ শ্রীজিত-রুদ্রনীলের সঙ্গে এই গানে নাচতে দেখা গেছে খোদ বর অনির্বাণকেও৷

এই গানের জনপ্রিয়তা এখন বিয়ে থেকে জন্মদিন সব আসরেই৷ সম্প্রতি শ্রীলেখা মিত্রের মেয়ের জন্মদিনে এই গান গাওয়া হয়েছে৷
বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠানবাড়িতে এখন যখন তখন বেজে উঠেছ টুম্পার সুরের মূর্চ্ছনা এই অবস্থায় এক খুদেও শিখে নিয়েছে এই গান৷ টুম্পা সোনা গানে একেবারে মন কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের৷খুদের গলায় গানের দুটি লাইন একেবারে মন ছুঁয়েছে ভার্চুয়াল মিডিয়া ইউজারদের৷ শুনে নিন খুদের গলায় সেই গান৷গানের শেষে আবার ফ্লাইং কিস ছুঁড়েছে বছর পাঁচ -ছয়েকের খুদে৷ আসলে সোশ্যাল মিডিয়া আসর পর আমরা বিভিন্ন সময়েই বিভিন্ন মানুষের প্রতিভা-শিল্পকলার প্রকাশ দেখতে পাই। সোশ্যাল মিডিয়া নিয়ে নানারকম সমালোচনা হয়।তার কুপ্রভাব নিয়েও আলোচনা হয়। কিন্তু সেই ভার্চুয়াল প্ল্যাটফর্ম না থাকলে মানুষ কত কী দেখা থেকে বঞ্চিত হত সেটা ভুলে যাওয়া হয়।

বর্তমানের ডিজিটাল যুগে এই প্ল্যাটফর্ম যেভাবে মানুষকে বিনোদন দেয় তা নিঃসন্দেহে নজিরবিহীণ।

Published by:Debalina Datta
First published:

Tags: Viral Video