• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পর্দায় যিশু সেনগুপ্ত আসছেন উত্তম রূপে ! শোনাবেন মহালয়া... দেখুন ট্রেলার

পর্দায় যিশু সেনগুপ্ত আসছেন উত্তম রূপে ! শোনাবেন মহালয়া... দেখুন ট্রেলার

 • Share this:

  #কলকাতা:  বাঙালি জাতির সঙ্গে জুড়ে রয়েছে বেশ কিছু আবেগ, যা বাদ দিলে বাঙালিয়ানা অসম্পূর্ণ থেকে যায় ৷ ঠিক যেমন বাঙালি মা তাদের ছেলেদের বাবু বা বাবলা বলে ডাকতে পছন্দ করেন, বা বাঙালির রোজ পাতে চাই মাছ বা ধরুন বাঙালির বরোলিন, এগুলির সঙ্গেই বাঙালি একাত্ব বোধ করে ৷ ঠিক তেমনই বাঙালির সঙ্গে জুড়েছে মহালায়া ৷ শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর শুরুটাই হয় বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ শুনে ৷ এখনও পুজোর আগে নিয়ম মেনে রেডিওতে মহালয়া না শুনলে পুজোর মুডই তৈরি হয় না !

  মহালয়া তৈরির গল্প আমাদের অনেকেরই জানা ৷ পুরনো মহালয়ার পরিবর্তে তৈরি হয়েছিল নতুন মহালয়া ৷ যেখানে কন্ঠদান করেছিলেন খোদ বাংলার মহানায়ক উত্তম কুমার ৷ নতুন ও পুরনো মহালায় নিয়ে এক ঠান্ডা লড়াইয়ের সাক্ষী থেকেছে সাধারণ মানুষ ৷ কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মহানায়ক ? কী ছিল সেই ঘটনা ? সেই নেপথ্য কাহিনি এবার বড়পর্দায় আসতে চলেছে ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ও সৌমিক সেনের নির্দেশনায় তৈরি হয়েছে এই ছবি ৷ রয়েছেন যীশু সেনগুপ্ত, সুভাশিষ মুখার্জি আরও অনেকে ৷ দেখুন ছবির ট্রেলার ৷

  First published: