• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর...লকডাউনে কি গৌরবের সঙ্গে গোপনে বিয়ে সারলেন দেবলীনা?

হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর...লকডাউনে কি গৌরবের সঙ্গে গোপনে বিয়ে সারলেন দেবলীনা?

এই লকডাউনে হঠাৎই দেবলীনা আর গৌরব একসঙ্গে । নায়িকার পরণে শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর । তাঁরা রয়েছেন ‘হনিমুন’-এ ।

এই লকডাউনে হঠাৎই দেবলীনা আর গৌরব একসঙ্গে । নায়িকার পরণে শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর । তাঁরা রয়েছেন ‘হনিমুন’-এ ।

এই লকডাউনে হঠাৎই দেবলীনা আর গৌরব একসঙ্গে । নায়িকার পরণে শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর । তাঁরা রয়েছেন ‘হনিমুন’-এ ।

 • Share this:

  #কলকাতা: টলিউডের আরও এক হিট জুটি । জমিয়ে প্রেম করেন, পার্টি করেন, ঘুরতে যান... কোনও লুকোছাপা নেই, নেই কোনও রাখঢাকও । গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনা কুমারের কথা বলা হচ্ছে । উত্তম কুমারের নাতি গৌরবের আগের বিয়েটা টেকেনি । অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদের পর দেবলীনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গৌরব । অন্যদিকে, অনিন্দিতাও সুখে রয়েছেন আর এক টলি নায়ক সৌরভের সঙ্গে ।

  গৌরব আর দেবলীনা এখনও বিয়ে করেননি, সেটাই সকলে জানেন । তবে প্রেমের সম্পর্কে রয়েছেন অনেকদিন । আর সে কথা গোপন করেননি তাঁরা । কিন্তু এই লকডাউনে হঠাৎই দেবলীনা আর গৌরব একসঙ্গে । নায়িকার পরণে শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর । তাঁরা রয়েছেন ‘হনিমুন’-এ । তা হলে কি লকডাউনে বিয়ে করে নিলেন যুগলে ? তাও আবার গোপনে ? না, বিষয়টা মোটেও তেমন নয় । আসলে জি-বাংলার ‘হনিমুন’ নামের একটি শর্ট ফিল্মে একসঙ্গে অভিনয় করছেন তাঁরা । আর সেখানেই গৌরবের স্ত্রীর ভূমিকায় দেখা যাচ্ছে দেবলীনাকে ।

  Published by:Simli Raha
  First published: