#কলকাতা: টলিউডে হচ্ছেটা কী .... একের পর এক সুখবর আসছে । কখনও বিয়ের, কখনও আবার মা হওয়ার খবর আসছে । সম্প্রতি জানা গিয়েছে, মহিলাদের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । পাত্রী থিয়েটার শিল্পী মধুমিতা ।
এ বার জানা গেল, শীঘ্রই ছাদনাতলায় যেতে চলেছেন ‘কৃষ্ণকলি’র নিখিল ওরফে নীল ভট্টাচার্য্য । পর্দার শ্যামাকে নয়, এ বার রিয়েল লাইফের ‘গুনগুন’ থুড়ি তৃণা সাহাকে বিয়ে করতে চলেছেন নীল । সম্প্রতি TOI-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই চার হাত এক হতে চলেছে নীল আর তৃণার ।
View this post on Instagram
বহু বছর ধরেই জমিয়ে প্রেম করছেন টলিউডের জনপ্রিয় এই জুটি । প্রেম নিয়ে রাখঢাক কোনওদিনই ছিল না । সোশ্যাল মিডিয়ায় ফলাও করেই ঘোষণা করেছিলেন, একে অপরকে ভালবাসনে তাঁরা । নিয়মিত একসঙ্গে ছবি, ভিডিও পোস্টও করেন নীল-তৃণা । ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, টানা ১০ বছর ধরে প্রেম করার পর এখন আর আলাদা আলাদা থাকতে পারছেন না তাঁরা । তাই খুব শীঘ্রই বিযের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন লভ বার্ডস ।
অন্যদিকে টলিউডের আরও এক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ আর প্রমিতার এনগেজমেন্ট হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neel Bhattacharya, Trina Saha