#কলকাতা: পুরভোটের আগেই আরও এক ভোটের উত্তাপে পুড়ছে তিলোত্তমা৷ কলকাতায় আরও এক ভোট। ভোট টলিউডে। সেখানেও তৃণমূল বনাম বিজেপি। তবে সরাসরি নয়, বকলমে। যোধপুর পার্কে চলছে আর্টিস্ট ফোরামের ভোট ৷
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। লড়ছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেকের মতে, রাজনৈতিক হস্তক্ষেপেই এই সিদ্ধান্ত।
কার্যকরী সভাপতি পদে লড়ছেন ভরত কল, অঞ্জনা বসু, শংকর চক্রবর্তী। সহ সভাপতি পদের লড়াইয়ে জিৎ, পরান বন্দ্যোপাধ্যায়, সোহম, সুদেষ্ণা রায়। সাধারণ সম্পাদক পদে অরিন্দম গঙ্গোপাধ্যায় ও রাহুল চক্রবর্তী লড়ছেন।
যুগ্ম সম্পাদক পদে লড়ছেন শান্তিলাল মুখোপাধ্যায়, জ্যাক সপ্তর্ষি রায়, শর্বরী মুখোপাধ্যায়। সহকারী সম্পাদক পদে লড়ছেন রানা মিত্র, দেবদূত ঘোষ, মানালি দে, রূপা ভট্টাচার্য।