corona virus btn
corona virus btn
Loading

সিঁথিতে সিঁদুর,কপালে টিপ পাশে স্বামীকে নিয়ে সপ্তমীর সকালে ভিডিও পোস্ট শুভশ্রীর

সিঁথিতে সিঁদুর,কপালে টিপ পাশে স্বামীকে নিয়ে সপ্তমীর সকালে ভিডিও পোস্ট শুভশ্রীর
Photo- Video Grab

পরণে লাল পাড় সাদা শাড়ি, এক মাথা সিঁদুরে শুভশ্রী যেন পারফেক্ট বাঙালি বধূ

  • Share this:

#কলকাতা :  পুজোর সপ্তমী ৷ কখনও কখনও বৃষ্টিতে ভাসছে কলকাতা তবে এখনও অবধি বরুণদেব পুজো পন্ড করার মতো কিছু করেননি ৷ সময় সুযোগ মিলছে যখন ঠাকুর দেখে নিতে পারেন আপামর বাঙালি ৷ সেলিব্রিটিরাও এই দুর্গাপুজোয় নিজেদের আনন্দেই ঢেলে দেন ৷ রোজকার একঘেয়ে রুটিন ভেঙে এই পাঁচটা দিন সকলের জন্যেই একেবারে অন্যরকম মেজাজ নিয়ে আসে ৷

তাই সপ্তমীর সকালে একেবারে পারফেক্ট বাঙালি বধূর রূপে ক্যামেরার সামনে ধরা দিলেন শুভশ্রী , সঙ্গে স্বামী রাজও ৷ কপালে গোল লাল টিপ, সিঁথি ভর্তি সিঁদুরে ৷ পরণে লাল-কালো পাড় সাদা শাড়িতে শুভশ্রীকে একদম অন্যরকম দেখাচ্ছে ৷ সঙ্গী রাজও অবশ্যই নিজেকে সাজিয়ে নিয়েছেন পাঞ্জাবিতে ৷ ভিডিও পোস্ট করে বিশেষ বার্তা দিলেন এই সেলিব্রিটি দম্পতি ৷দেখে নিন সেই সপ্তমী স্পেশাল ভিডিও ৷

 
দুর্গাপুজোয় কী কী করা উচিত আর কী নয় তাই এই ছোট্ট ভিডিও বলে দিলেন টলিউডের ‘পাওয়ার কাপল’ ৷ পাশাপাশি পুজোর শুভেচ্ছাও জানালেন তাঁরা ৷ আরও দেখুন
First published: October 5, 2019, 1:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर