#কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগেই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেতা হিরণ, যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকারের পর বড় চমক দিল গেরুয়া শিবির। সোমবার অর্থাৎ আজ কিছুক্ষণ আগেই শহরের একটি পাঁচতারা হোটেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তীর হাতে দলীয় পতাকা তুলে দেন।
এ দিন গেরুয়া দলে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘আমার নতুন পথ চলা শুরু হল। আমি আপ্লুত, মোদিজির অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ।' শ্রাবন্তী আরও বলেন, "মোদিজিই বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে পারবেন বলে বিশ্বাস। তাই যোগ দেওয়ার ভাবনা।"
এ দিকে, প্রার্থী তালিকা প্রকাশ বা ইস্তেহার ঘোষণার আগেই শ্রাবন্তী বিজেপিতে যোগ দিতেই জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি ভোটে দলের প্রার্থী হতে পারেন। যদিও এ ব্যাপারে শ্রাবন্তী জানিয়েছেন, তিনি কিছু জানেন না। দল সিদ্ধান্ত নেবে আগামীতে কি হবে।
Bengali actor Srabanti Chatterjee joins Bharatiya Janata Party in Kolkata pic.twitter.com/tEE7OgqBDL
— ANI (@ANI) March 1, 2021
উল্লেখ্য, শ্রাবন্তী দীর্ঘদিন ধরেই শাসক দলের ঘনিষ্ঠ। দলের একাধিক অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা গিয়েছে তারকাদের মধ্যে। ফলে হঠাৎই তাঁর এই বিজেপিতে যোগদান কম -বেশি সকলকেই বিস্মিত করেছে। দলীয় সূত্রে খবর, অমিত শাহের সভার দিন যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি বাতিল হওয়ার পরই এই পরিবর্তন। সূত্রের খবর, ৭ তারিখ ব্রিগেড মঞ্চে দেখা যাবে শ্রাবন্তীকে।