#কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় মুখ জিতু আর নবনীতার বিয়ের বয়সও বছর দুয়েক । এমনিতে একে অপরের সঙ্গে বেশ প্রেমে মজে থাকেন এই তারকা দম্পতি । সোশ্যাল মিডিয়াই তার প্রমাণ । রেস্তোরাঁ থেকে পুজো, সেলফি থেকে ফোটোশ্যুট....সবেতেই একসঙ্গে রয়েছেন তাঁরা । প্রতি মুহূর্তে যেন একে অপরকে চোখে হারান ।
ভালবেসে বিয়ে করেছেন তাঁরা। কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল এই জুটির। নবনীতা আর জিতু সবসময়ই ভীষণ হ্যাপেনিং সোশ্যাল মিডিয়ায় । আড্ডা, মজা, খুনসুটি.... সবেতেই আছেন তাঁরা । একে অপরের লেগ পুল করেন, রসিকতা করেন... আর তা দেখে যারপরনায় আনন্দ লুটেপুটে নেন নেটিজেনরা ।
View this post on Instagram
সম্প্রতি এমনই এক রঙ্গ-রসিকতার ভিডিও পোস্ট করেছেন জিতু । নবনীতা’কে সঙ্গে নিয়ে ইনস্টা-রিলটি করেছেন তিনি । আ সেই ভিডিওতে নবনীতাকে দেখা যাচ্ছে, রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ সিনেমার নায়িকা শুভশ্রী কায়দায় কথা বলতে । স্বামী জিতু’কে তিনি ‘বাবাই দা’ বলে সম্বোধন করেন । শুধু তাই নয়, জিতুর জন্য একটি পাত্রী দেখেছেন তিনি, সে কথাও জানান । পাত্রীটি প্রেসিডেন্সিতে পড়ে । এমনি সবই ভাল, ফর্সা ধবধবে । তবে সমস্যা একটাই তিন বছর ধরে সে একই ক্লাসে পড়ছে । অর্থাৎ ফেল করেছে সে । আর এই নিয়েই স্বামী-স্ত্রী’র মধ্যে হাসিমজা শুরু হয় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeetu Kamal, Nabanita Das