হোম /খবর /বিনোদন /
নিজে হাতে করে জিতুর ফের বিয়ে দিতে চান নবনীতা! বরের জন্য পাত্রীও খুঁজে দিলেন তিনি

নিজে হাতে করে জিতুর ফের বিয়ে দিতে চান নবনীতা! বরের জন্য পাত্রীও খুঁজে দিলেন তিনি

বিয়ের মাত্র দু’বছর কেটেছে । এরইমধ্যে জিতুর ফের বিয়ে দিতে চান নবনীতা । নিজেই পাত্রীর সন্ধান করছেন ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় মুখ জিতু আর নবনীতার বিয়ের বয়সও বছর দুয়েক । এমনিতে একে অপরের সঙ্গে বেশ প্রেমে মজে থাকেন এই তারকা দম্পতি । সোশ্যাল মিডিয়াই তার প্রমাণ । রেস্তোরাঁ থেকে পুজো, সেলফি থেকে ফোটোশ্যুট....সবেতেই একসঙ্গে রয়েছেন তাঁরা । প্রতি মুহূর্তে যেন একে অপরকে চোখে হারান ।

ভালবেসে বিয়ে করেছেন তাঁরা। কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল এই জুটির। নবনীতা আর জিতু সবসময়ই ভীষণ হ্যাপেনিং সোশ্যাল মিডিয়ায় । আড্ডা, মজা, খুনসুটি.... সবেতেই আছেন তাঁরা । একে অপরের লেগ পুল করেন, রসিকতা করেন... আর তা দেখে যারপরনায় আনন্দ লুটেপুটে নেন নেটিজেনরা ।

View this post on Instagram

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal)

সম্প্রতি এমনই এক রঙ্গ-রসিকতার ভিডিও পোস্ট করেছেন জিতু । নবনীতা’কে সঙ্গে নিয়ে ইনস্টা-রিলটি করেছেন তিনি । আ সেই ভিডিওতে নবনীতাকে দেখা যাচ্ছে, রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ সিনেমার নায়িকা শুভশ্রী কায়দায় কথা বলতে । স্বামী জিতু’কে তিনি ‘বাবাই দা’ বলে সম্বোধন করেন । শুধু তাই নয়, জিতুর জন্য একটি পাত্রী দেখেছেন তিনি, সে কথাও জানান । পাত্রীটি প্রেসিডেন্সিতে পড়ে । এমনি সবই ভাল, ফর্সা ধবধবে । তবে সমস্যা একটাই তিন বছর ধরে সে একই ক্লাসে পড়ছে । অর্থাৎ ফেল করেছে সে । আর এই নিয়েই স্বামী-স্ত্রী’র মধ্যে হাসিমজা শুরু হয় ।

Published by:Simli Raha
First published:

Tags: Jeetu Kamal, Nabanita Das