#মুম্বই: যশ দাশগুপ্ত আর অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের সম্পর্কের গুঞ্জনের মধ্যেই ভাইরাল হল ‘রহস্যজনক’ একটি ভিডিও । যে ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই উঠে চলেছে একের পর এক প্রশ্ন ।
এমনিতেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গত কয়েকদিন ধরেই জলঘোলা হচ্ছে টলিপাড়ার অন্দরে । এরই মধ্যে গোলাপি শাড়িতে সেজে, গায়ে আঁচল দিয়ে যশ-নুসরতকে দেখা গেল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে । নুসরতের হাতে বাঙালি হিন্দু বিবাহিত মহিলাদের মতোই শাঁখা-পলা দেখা গিয়েছে । তাঁর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর । তবে কেন, কী উদ্দেশ্যে ওই রকম সাজে যশের সঙ্গে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি । অন্যদিকে, নেটিজেনদের অনেকের মনেই সন্দেহ উঁকি দিচ্ছে, তা হলে কী চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন যশ-নুসরত? নাকি কোনও সিনেমা শ্যুটিং চলছিল?
আর শুধু তাই নয়, ওই ভিডিওতে দেখা গিয়েছে মদন মিত্রকে । তৃণমূলের জনপ্রিয় ওই নেতার সঙ্গে বহুক্ষণ যশ-নুসরতকে হাসতে হাসতে কথা বলতে শোনা গিয়েছে । তবে তাঁরা কী বিষয়ে কথা বলছিলেন, কেনই বা তিনজনে একসঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তা এখনও অজানা ।
View this post on Instagram
টলিপাড়ায় সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের সঙ্গে প্রখ্যাত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সত্যিই বিচ্ছেদ হয়ে যাবে কী না সে উত্তর অবশ্য এখনও সকলেরই অজানা । তবে দু’জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে সেই আশঙ্কাই সত্যি বলে মনে হচ্ছে । ২০১৯ সালের ১৯ জুন তুরস্কতে এক বিলাসবহুল বিবাহ অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত । মুসলিম, হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে হয়েছিল তাঁদের । কিন্তু আড়াই বছরের মাথায় বিয়েতে কালো মেঘের ঘনঘটা ।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা নাকি ভাল চোখে দেখছেন না নুসরতের স্বামী নিখিল । আর এর জেরেই তাঁদের সম্পর্ক এখন প্রশ্ন চিহ্নের মুখে । ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন নিখিল-নুসরত । শুধু তাই নয়, নিখিলের সঙ্গে বহু পোস্টও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন নায়িকা । এই মুহূর্তে নুসরতের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে গত বছর বিবাহবার্ষিকীর সময় নিখিলের সঙ্গে পোস্ট করা একটি ছবি ও তাঁদের প্রি-ওয়েডিং ভিডিওটি এখনও তাঁর ওয়ালে রয়েছে । কিন্তু তারপর থেকে আর কোনও পোস্টই নিজের হ্যান্ডেলে রাখেননি নুসরত । শুধু তাই নয়, গত ৮ জানুয়ারি ছিল নুসরতের জন্মদিন । ৩১ বছরে পা দিলেন নায়িকা । কিন্তু ওই বিশেষ দিনেও স্ত্রী’কে সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছাবার্তা জানাননি নিখিল । এমনকি নুসরতের জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি নিখিলকে । যা বেশ অবাক করেছে নেটিজেনদের । আবার অন্যদিকে, যশের শুভেচ্ছাবার্তা নিজের ইনস্টা স্টোরিতে একের পর এক শেয়ার করে গিয়েছেন নুসরত । কোনও কিছুই অবশ্য চোখ এড়ায়নি দর্শকদের ।