#কলকাতা: দীর্ঘদিন ধরেই বড় পর্দা, ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন মনামী ঘোষ ৷ এই মুহূর্তে তাঁর ‘ইরাবতীর চুপকথা’ বাঙালির ড্রয়িংরুমের প্রিয় সিরিয়াল ৷ তবে শুধু অভিনয়ই নয়, নায়িকা নাচও করেন ফাটাফাটি । বিভিন্ন অ্যাওয়াার্ড ফাংশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই মনামীর নাচ যথেষ্ট প্রশংসা পায় । অভিনেত্রী ভাল গাইতেও জানেন । এর আগে নিজের গানের ভিডিও-ও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এখন করোনা আতঙ্কে দেশ জুড়ে লকডাউন চলছে । তাই সকলেই ঘরবন্দী । সবে শুরু হয়েছে সিনেমা, সিরিয়ালের শ্যুটিং । তবে ঘরবন্দি থেকেও নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন সেলেবরা । বাদ গেলেন না মনামীও । ‘পদ্মাবত’ থেকে দীপিকা-শাহিদের জনপ্রিয় গান ‘নেয়নোবালে নে’ গানের তালে নেচে উঠলেন মনামী । তাঁর দক্ষ নাচের স্টেপস, ভঙ্গিমায় মুগ্ধ নেটিজেনরা ।
তবে এ বার ঘরের মধ্যে নয় । ভিডিও শ্যুট করতে বেরিয়ে পড়লেন গ্রামের রাস্তায় । কখনও নদীর ধারে, কখনও গ্রামের রাস্তায় লাল লেহেঙ্গায় নাচলেন তিনি ।