#কলকাতা: ভবনীপুরের মল্লিক বাড়ির পুজো ৷ তবে এটা শুধু আর পাঁচটা বনেদী বাড়ির পুজোর সঙ্গে একসারিতে বসালে কিন্তু ভুল হবে ৷ এর সঙ্গে বাংলার টলিউড ইন্ড্রাস্ট্রির যোগ এই পুজোয় বাড়তি মাত্রা যোগ করেছে ৷
ভবানীপুরের বিখ্যাত মল্লিক পরিবারের পুজো এবার ৯৫ এ পা দিয়েছে ৷সমস্ত আনন্দ যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় ৷ ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির পুজো ৷মল্লিকবাড়ির পুজোয় রীতিমত মানুষের ভিড় এখন ৷ শুধুমাত্র আত্মীয় স্বজনই নয় ৷ পাড়া পড়শির ভিড়ে জমজমাট মল্লিকবাড়ি ৷মল্লিকবাড়ির এই পুজো দীর্ঘদিনের ঐতিহ্য ৷রঞ্জিত মল্লিকর বাড়ির পুজো শুধুই ভবানীপুরে আবদ্ধ নেই আজ আর হয়ে উঠেছে বাংলার এক অবিচ্ছেদ্য অঙ্গ ৷
এদিকে এই পুজোয় দারুণভাবে মেতে থাকেন রঞ্জিত মল্লিকের কন্যা তিনি কোয়েল মল্লিক ৷ তবে এই ব্যস্ততার মধ্যেও ফ্যানদের কথা ভোলেলনি তিনি ৷ টলিউডের গ্ল্যামারাস সুন্দরী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জবরদস্ত মেসেজ দিলেন ফ্যানদের ৷
— Koel Mallick (@YourKoel) October 16, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Durga Puja 2018, কোয়েল মল্লিক, দুর্গা পুজো ২০১৮, দুর্গাপুজো, রঞ্জিত মল্লিক