• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • TOLLYWOOD MOVIES TOLLYWOOD ACTRESS DEBAPARNA CHAKRABORTY MARRIED TO LONG TIME BOY FRIEND SHUBHRAJYOTI SR

বিয়ের পিঁড়িতে বসলেন ‘নেতাজি’ ধারাবাহিকের স্বদেশী অনুপমা, দেখুন বিয়ের সমস্ত ছবি ও ভিডিও

হাতে শাঁখাপলা আর হালকা সোনার গয়না ৷ এক্কেবারে ছিমছাম সাজে দারুণ লাগছিল অভিনেত্রীকে ৷

হাতে শাঁখাপলা আর হালকা সোনার গয়না ৷ এক্কেবারে ছিমছাম সাজে দারুণ লাগছিল অভিনেত্রীকে ৷

 • Share this:

  #কলকাতা: ‘নেতাজি’ ধারাবাহিকের সুবাদে তিনি এখন বাঙালির ড্রয়িংরুমের বেশ পরিচিত মুখ ৷ তবে বহু বছর ধরেই ছোট পর্দায় কাজ করছেন ‘নেতাজি’র অনুপমা থুড়ি দেবপর্ণা চক্রবর্তী ৷ ‘ত্রিনয়নী’তে ‘সুধা’র চরিত্রেও অভিনয় করেছেন দেবপর্ণা ৷ সম্প্রতি রিয়েল লাইফে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি ৷ ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বিশেষ বন্ধু শুভ্রজ্যোতি পাল চৌধুরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি ৷ সেই ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ আইবুড়োভাত আর মেহেন্দির অনুষ্ঠানে দেবপর্ণাকে দেখা গিয়েছে টুকটুকে লাল জামদানি শাড়িতে ৷ হাতে শাঁখাপলা আর হালকা সোনার গয়না ৷ এক্কেবারে ছিমছাম সাজে দারুণ লাগছিল অভিনেত্রীকে ৷ অন্যদিকে বরের গায়ে হলুদের ছবি আর ভিডিও-ও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর এক অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা নিজের হ্যান্ডেলে বরপক্ষের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন ৷ এক ঝলকে দেখে নিন দেবপর্ণার বিয়ের কিছু ছবি ৷

  Published by:Simli Raha
  First published: