Home /News /entertainment /
বিয়ে করলেন জুন,নেচে মাত করলেন টলিউডের স্টার ও তাদের বউরা,সে কী নাচ সকলের!ভাইরাল ভিডিও

বিয়ে করলেন জুন,নেচে মাত করলেন টলিউডের স্টার ও তাদের বউরা,সে কী নাচ সকলের!ভাইরাল ভিডিও

Photo Courtesy: Facebook

Photo Courtesy: Facebook

 • Share this:

  #কলকাতা: জুন মালিয়ার বিয়ে নিয়ে আগ্রহ ছিল তার ভক্তদের৷ ১৪ বছরের প্রমিক সৌরভের সঙ্গে বিয়ে করলেন জুন৷ নিজের সন্তানদের প্রতি সব দায়িত্ব সামলে বিয়ে সারলেন টলিউডের এই সুন্দরী৷ জুনের বিয়ের রিসেপশন ছিল একেবারে তারকাখচিত! কে ছিলেন না সেখানে৷ যীশু সেনগুপ্ত থেকে পরম বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী থেকে আবির চট্টোপাধ্যায় সকলেই ছিলেন উপস্থিত৷ ছিলেন যীশুর স্ত্রী নীলাঞ্জনা, শুভশ্রী, আবিরের স্ত্রী আরও অনেকেই৷ বিয়ে এবং রিসেপশ দু’টোতেই উপস্থিত ছিলেন অরিন্দম শীল ও তার স্ত্রী শুক্লা দাসও৷ অনুষ্ঠানবাড়িতে একটু রাত ঘনিয়ে আসতেই শুরু হল নাচ-গানের আসর! আর তাতেই প্রাণ খুলে নাচলেন সব তারকারাই৷ এমন সেই নাচ যে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়!

  যীশুর নাগিন নাচ থেকে শুভশ্রীর ঠুমকা! দেখে মন ভরল সোশ্যাল মিডিয়া দর্শকদের৷ জুন নিজেও বেশ সাবলীল ছিলেন নিজের বিয়েতে৷ কনের সাজে নিচেও বেশ জমিয়ে নাচলেন! পা মেলালেন পরম, আবির, অরিন্দম শীলও৷ অর্থাৎ সকলে মিলে প্রাণ খুলে আনন্দ করলেন জুন মালিয়ার বিয়েতে৷ নাচের ভিডিও শ্যুট করলেন রাজ চক্রবর্তী৷ তিনিই এই ভিডিও পোস্ট করলেন ফেসবুকে৷ ভিডিও দেখে আপনারও মজা নিন...

  আরও পড়ুন ঘর ভর্তি শ্বশুরবাড়ির আত্মীয়, তার মধ্যেই নতুন বরের কোলে বসে ফোটোশ্যুট জুনের! দেখুন অ্যালবাম
  First published:

  Tags: Facebook Video, June Malia, Viral, Viral Video

  পরবর্তী খবর