#কলকাতা: হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা নির্মল কুমার৷ শুক্রবার তাঁকে ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ নির্মল কুমারের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷
News18 Bangla-কে নির্মল কুমারের স্ত্রী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন, 'নির্মলের পেসমেকারটা একটু গণ্ডগোল করছিল৷ তাই ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুরনো পেসমেকার পাল্টে নতুন বসানো হবে৷ এখন ভালো আছেন৷'
দীর্ঘ দিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছেন নির্মল কুমার৷ কিছু দিন আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হন৷ শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nirmal Kumar, Tollywood Actor