#কলকাতা: টলিটাউনের 'মহাদেব'...তিনি যাই-ই করেন, তাই শিরোনামে! এবার ফের খবরের শীর্ষে তৃণমূলের তারকা সাংসদ, বাংলা ফিল্মের এই সময়ের সুপার-ডুপারহিট হিরো দেব! দিলেন দারুণ এক সুখবর!
এপার বাংলা তিনি কাঁপিয়ে চলেছেন বহু বছর ধরেই। এবার ওপার বাংলাতেও ছড়াবে দেবের জলওয়া। বাংলাদেশে তাঁর ফ্যানের সংখ্যা অগাধ! কাজেই এবার বাংলাদেশে ছবি করার কথা জানালেন দেব। নাম 'মিশন সিক্সটিন'। পরিচালক শামিম আহমেদ। সন্ত্রাসবাদ দমনে সরকারের একটি ফোর্স অভিযান চালায়, এই নিয়েই গড়িয়েছে ছবির প্লট। আগাগোড়া অ্যাকশন হিরো দেব! মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা-সহ বাংলাদেশের নানা জায়গা এবং থাইল্যান্ডে শুটিং হবে।
ছবিতে দেবের বিপরীতে দেখা মিলবে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জাহারা মিতু-র। ছবিতে তাঁকেও দেখা যাবে দেবের সঙ্গে পাল্লা দিয়ে সন্ত্রাস দমনের কর্মকাণ্ডে! ছবিতে দেবের নাম রাজ, মিতুর নাম ঐশী। দেবের পাশাপাশি ছবিতে থাকছেন টলিউডের রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত।