#কলকাতা: আনলক ৫ পর্ব শুরু হয়েছে। মুখে মাস্ক, হাতে গ্লাভস আর স্যানিটাইজারই নিত্যসঙ্গী হয়ে উঠেছে আমাদের। তবে খাঁচায় বন্দি পাখিরা একটু একটু করে উড়াল দিচ্ছে আকাশে। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
এই আবহে যখন সব কিছুই গতানুগতিক তাহলে জন্মদিনের সেলিব্রেশনই বা বাদ যায় কেন? ২ অক্টোবর জন্মদিন ছিল রচনা ব্যানার্জীর। আর ঠিক সেই কারণেই সুযোগ হাতছাড়া না করে নিজের একদম কাছের বন্ধুদের নিয়ে দারুণ জন্মদিনের পার্টির আয়োজন করে ফেললেন অভিনেত্রী।
সব থেকে বেশি নজরকাড়া বিষয় ছিল বার্থডে থিম। একেবারে চামেলি রূপে অবতীর্ণ হলেন বার্থডে গার্ল। মেরুন রঙের উজ্জ্বল শাড়ির সঙ্গে কনট্রাস্ট সবুজ ব্লাউজ, মাথায় দুই রঙের গাঁদাতে রচনার থেকে চোখ ফেরায় কার সাধ্য!
পার্টির থিম যখন চামেলি তখন সবাই সেই একই কায়দায় সেজে হাজির পার্টিতে। কনীনিকা, রিচা শর্মা,শ্রেয়া পান্ডে ছাড়াও কাছের বেশ অনেক বন্ধুই হাজির হয়েছিলেন রচনার আর্বানার ফ্ল্যাটে।
এবার ৪৬'এ পা দিলেন রচনা। পোষাক আর জেল্লাই বলে দিচ্ছে, বয়স যতই হোক, এভার গ্রিন থাকার সিক্রেট ভালই জানা আছে অভিনেত্রীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rachana Banerjee