হোম /খবর /বিনোদন /
সামনে এল 'রক্ত রহস্য'র ট্রেলর

সামনে এল 'রক্ত রহস্য'র ট্রেলর

photo source collected

photo source collected

সামনে এল সৌকর্য ঘোষালের নতুন ছবি রক্ত রহস্যের ট্রেলর !

  • Share this:

#কলকাতা: সামনে এল সৌকর্য ঘোষালের নতুন ছবি রক্ত রহস্যের ট্রেলর। আনুষ্ঠানিক লঞ্চে হাজির ছিল পুরো টিম। মুখ্য ভূমিকায় কোয়েল মল্লিক। ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল। প্রথম ছবি পেন্ডুলাম এর পর ফের থ্রিলারে হাত দিয়েছেন সৌকর্য। যদিও এটি একটি ইমোশনাল থ্রিলার। কোয়েলের কাছেও  স্বর্ণজার চরিত্রটি তেও তারই প্রকাশ রয়েছে পুরোদমে।

স্বর্ণজার নিজের ছেলেকে ফির পাওয়ার গল্পই উন্মোচিত হবে রক্ত  রহস্যে  । ঘটনাচক্রে ছবির রিলিজের আশেপাশেই কোয়েল মল্লিক ও নিস পাল রানের  জীবনে আসার কথা নতুন সদস্যের। পুরো বিষয়টাতে বেশ উত্তেজিত অভিনেত্রী। কোয়েলের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়। ঋতব্রত র কথায় থ্রিলার তার পিছু ছাড়ছে না। যদিও থ্রিলার তার খুব প্রিয়,  তাই দ্বিতীয় পুরুষের পর আরেকটা থ্রিলার হলেও কোনও অসুবিধা নেই তার।রক্ত রহস্যে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মৈত্র, বাসবদততা, লিলি চক্রবর্তী। একদিকে পরিচালক সৌকর্যর কাজের প্রশংসা যেমন শোনা গেলো কোয়েলের মুখে তেমনি স্টার কোয়েল নয় মানুষ ও অভিনেতা কোয়েল সম্পর্কে দরাজ সার্টিফিকেট পরিচালকের মুখে।

DEBAPRIYA DUTTA MAJUMDAR
Published by:Piya Banerjee
First published:

Tags: Movie, Rokto rohoshyo, Tollywood