• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ইউভানের অনুপস্থিত! ক্রিসমাসের পার্টিতে সবার সামনে শুভশ্রীকে চুমু খেলেন রাজ, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

ইউভানের অনুপস্থিত! ক্রিসমাসের পার্টিতে সবার সামনে শুভশ্রীকে চুমু খেলেন রাজ, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

পার্টির মাঝেই স্ত্রীকে চুমু খেলেন রাজ চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

পার্টির মাঝেই স্ত্রীকে চুমু খেলেন রাজ চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

চুমু খেয়ে ফের খবরের শিরোনামে রাজ

 • Share this:

  #কলকাতা: বেশ কয়েক বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউডের এই জনপ্রিয় ব্যক্তিত্ব রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় তারপর কেটে গিয়েছে ২ বছরেরও বেশি সময় ধরেই সুখে দুঃখে জীবন পরিপূর্ণ হয়েছে ৷ চাওয়া পাওয়ার ভাঁড়ারটা কখনই শূন্য ছিলনা বরং তা পূর্ণ হয়েছে ক্রমশই ৷ বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরে শুভশ্রীর কোল আলো করে জন্মেছে তাঁদের প্রথম সন্তান ৷

  সাধ করে নাম রেখেছেন ইউভান ৷ শুধুই ইউভানের জন্মের পরেই নয়, রাজ-শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বরাবরের জন্যই অত্যন্ত সক্রিয় ৷ জীবনের নানান মুহূর্ত তাঁরা শেয়ার করে থাকেন সোস্যাল মিডিয়ায় ৷ আর পাঁচটা উৎসবের মতই বাঙালিও মাতে বড়দিনের আনন্দে, আর পাঁচজনের মত বড়দিনের আনন্দে মেতেছিলেন রাজ-শুভশ্রী-সহ তাংদের কাছের মানুষেরা ৷ অবশ্য যেই ভিডিওর কথা এখানে উল্লিখিত হচ্ছে সেই ভিডিও-র কোনও প্রান্তেই নেই ইউভান ৷

  অনেকেরই ধারণা সন্তানের জন্মের পরে নাকি স্বামী-স্ত্রীর প্রেম কমে যায় সেই ধারণাই ফের ভুল প্রমাণিত হয়েছে রাজ-শুভশ্রীকে দেখে ৷ ক্রিসমাস পার্টিতে হুল্লোড় মজার মাঝেই শুভশ্রীকে চুমু খেলেন রাজ ৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ অতি সহজেই নজর কেড়েছে সবার ৷

  Published by:Arjun Neogi
  First published: