#কলকাতা: গতকাল ছিল রথযাত্রার উৎসব। রথ মানেই বাঙালির কাছে জগন্নাথ দেবের পুজো। রথের মেলা ! দুর্গা পুজোর খুঁটি পুজো ! আরও কত কি ! তবে এবার করোনা ভাইরাসের জন্য রথযাত্রাতেও আছে অনেক বিধি-নিষেধ। অনেক জায়গাতেই এবার রথযাত্রা হয়নি। এমনকি রথ টানাও হয়নি অনেক জায়গাতেই। বাড়িতেই যে যার মতো করে জগন্নাথ দেবের পুজো করেছে। এই দলে শামিল টলিউড অভিনেত্রী শুভশ্রীও।
কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। করোনার জন্য আপাতত বাড়িতেই আছেন তিনি। বাড়িতেই করে ফেললেন জগন্নাথ দেবের পুজো। সাদা শাড়ি, লাল ব্লাউস। হাতে, কানে, গলায় সোনার ভারি গয়না। একেবারে পাক্কা গিন্নি। হাতে প্রদীপ নিয়ে করলেন পুজো। এই ভিডিও তুলেছেন রাজ চক্রবর্তী। রাজ তাঁর ইনস্টা প্রোফাইলে শেয়ার করেছেন ভিডিওটি।
View this post on Instagram
রাজ শুভশ্রীর ভালবাসার বিয়ে। সুখেই সংসার করছেন তাঁরা। সেই সঙ্গে কাজটাও চলছে চুটিয়ে। রাজের পরিচালনাতেও কাজ করছেন শুভশ্রী। তাঁরা এক সঙ্গে সামলাচ্ছেন ঘর ও বাইরে। দু'জনেই সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। শুভশ্রীর এই ভিডিও শেয়ার হতেই ফ্যানেরা তাঁদেরকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rathyatra, Subhasree Ganguly, Tollywood