• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ভোজপুরী গানে শুভশ্রীর নাচ স্বপ্না চৌধুরিকেও হার মানাবে, দেখুন ভিডিও

ভোজপুরী গানে শুভশ্রীর নাচ স্বপ্না চৌধুরিকেও হার মানাবে, দেখুন ভিডিও

ছবি: ইনস্টাগ্রাম ৷

ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: টলিউডের সঙ্গে সঙ্গে ঢালিউডও মাতাচ্ছেন বর্ধমানে মেয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ এখন তিনি টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন ৷ সিলভার স্ক্রিনে তাঁর ছবি এলে ভক্তের ঢল নামে বাংলার সিনেমা হলগুলির সামনে ৷

  এমনকী একটি শোয়ে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘জীবনে কী পাব না, গানটি ফের শুট হলে কাকে নায়িকা নেবেন ?’’তিনি জানিয়েছিলেন শুভশ্রীর কথা ৷ সামনেই মুক্তি পেতে চলেছে নন্দিতা ও শিবপ্রসাদের ছবি ‘রসগোল্লা’৷ সেখানেও একটি বিশেষ চরিত্র দেখা যাবে তাঁকে ৷

  সিলভার স্ক্রিনে তো নায়িকার ক্যারিশ্মা রয়েইছে ৷ সে কথা তো না বললেও চলে ৷ আর ব্যক্তিগত জীবনেও হই হুল্লোড় করে কাটাতেই পছন্দ করেন নায়িকা ৷ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পরও সেই আনন্দে ভাটা পড়েনি এক বিন্দুও ৷ বলা চলে মজার ভাগ আরও বেড়েছে ৷ রাজ ও শুভশ্রীদের একটা বন্ধুদের দল রয়েছে ৷ আর তাঁদের সঙ্গে নিয়ে চলে হুল্লোড়বাজি ৷

  আজ সোমবার রাজ ও শুভশ্রীর বিশেষে বন্ধু তথা ‘ফেস’-এর কর্নধার নীল রায়ের সঙ্গে মডেল ওঅভিনেত্রী ফালাক রশিদের বিয়ে ৷ তার আগে ছিল মেহেন্দি ও সঙ্গীতের জমকালো অনুষ্ঠানের আয়োজন ছিল ৷

  সেখানে গিয়েও চরম মজা করলে শুভশ্রী ৷ জমিয়ে দিলেন সেই সঙ্গীতের সন্ধ্যা ৷ সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যেখানে শুভশ্রীকে ভোজপুরী গানের ছন্দে নাচতে দেখা যাচ্ছে ৷ দেখে নিন সেই ভিডিও -

  First published: