#কলকাতা: ভারত-চিন সংঘর্ষের ফল ভুগতে হল টিকটক অ্যাপকেও ৷ তবে শুধু চিনা অ্যাপ টিকটক নয়, মোট ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ এ দেশে ৷ আর এই নিষিদ্ধ অ্যাপের ঠ্যালায় বিশেষ করে টিকটক প্রেমিকদের ভারি দুঃখ ৷ যেখানে টিকটক ভিডিও করে একের পর এক শেয়ার, রাতারাতি জনপ্রিয়তা বাড়ছিল, সেখানে এমন কী অ্যাপ আছে, যার মজা টিকটকের মতো ? যেখানেও রাতারাতি হওয়া যায় সেলেব?
তবে চিন্তার কিছু নেই। টিকটকারদের মন খারাপের দিন শেষ। টিকটকের মতো ফিচার্স নিয়ে হাজির ইনস্টাগ্রাম ! যার নাম ইনস্টাগ্রাম Reel ! এখানে ভিডিও বানাতে শুরু করেছেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে টলিউডের অন্যান সেলেবরাও। এবার Reel-এ ভিডিও বানালেন অভিনেত্রী শুভশ্রী।
View this post on Instagram
শুভশ্রী ইনস্টাগ্রামে অনেক কিছুই শেয়ার করেন। এবার Reel-এ তিনি বানালেন নিজের প্রথম ভিডিও। তবে এই ভিডিওটি পুরনো। সেই ভিডিওটিকেই তিনি নতুন করে Reel-এ আপলোড করেছেন। হট পোশাকে তাঁর এই ভিডিও দেখে প্রশংসা শুরু করেছেন ভক্তরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।